বিশ্বের প্রথম করোনা মুক্ত দেশ হিসাবে উঠে এলো নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড এমন দেশ যে দেশ প্রথম করোনা মুক্ত। গত সাতদিনে নিউজিল্যান্ডে একটাও করোনা আক্রান্ত মানুষের খবর পাওয়া যায় নি। গত সাতদিনে চল্লিশ হাজারেরও বেশি মানুষের করোনা পরীক্ষা করা হয়েছে কিন্তু কারোর শরীরে করোনা সংক্রমণ পাওয়া যায়নি।
মঙ্গলবার মধ্যরাত থেকেই নিউজিল্যান্ডের সমস্ত দোকানপাট, অফিস, আদালত, স্কুল-কলেজ, শপিংমল খুলে দেওয়া হয়েছে। পুরো দেশে করোনা মুক্তির খবর পেয়ে খুবই খুশি হয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরদেন। তিনি সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন, “হ্যাঁ আমরা করে দেখিয়েছি, সারাবিশ্ব যেটা করে দেখাতে পারেনি সেটা আমরা করেছি। আমরাই প্রথম দেশ যারা সম্পূর্ণ ভাবে করোনা মুক্ত।”
আর তারপরই প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে এই করোনা মুক্ত নিউজিল্যান্ড দেশকেই টেস্ট ক্রিকেটের পরবর্তী নিরপেক্ষ ভেন্যু হিসাবে ব্যবহার করার চিন্তা ভাবনা শুরু হয়ে গিয়েছে। বিশ্বজুড়ে করোনা পরিস্থিতি জন্য বন্ধ রয়েছে সমস্ত ধরনের ক্রিকেট। জুলাই মাসে ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের মধ্যে দিয়ে ফের শুরু হতে চলেছে ক্রিকেট। সেই কারণে প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের প্রধান হিথ মিলস জানিয়েছেন যেহেতু এই মুহূর্তে নিউজিল্যান্ড পুরোপুরি ভাবে করোনা মুক্ত, তাই টেস্ট ক্রিকেটের নিরপেক্ষ ভেন্যু হিসেবে নিউজিল্যান্ডকে ভাবাই যায়। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডও এই ব্যাপারে সাহায্য করবে।