বাংলা হান্ট ডেস্ক: যদি জিজ্ঞেস করা হয় বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ! এক ভাগ মানুষ বলবেন আশীর্বাদ আর এক ভাগ মানুষ বলবেন অভিশাপ। তবে এই প্রযুক্তির যুগে এআই (AI) অভিশাপের থেকে কম কিছু নয়। হ্যাঁ যেমন উপকার করছে তেমনি আবার অপকারও করছে। আর এই অপকারের মধ্যে অন্যতম একটি হচ্ছে ডিপফেক ছবি। যার শিকার হতে হচ্ছে বিশেষ করে মহিলাদের। কুরুচিকর ফটো তৈরি করে তাদের সমাজ মাধ্যমে হেনস্থা করা হচ্ছে। আর এবার জানা গিয়েছে, এআই (AI) ব্যবহার করে এক বছরে ১.৮ কোটি ডিপফেক ছবি তৈরি করেছে এই একটি দেশ।
কোন দেশ এআই (AI) ব্যবহার করে ১.৮ কোটি ডিপফেক ছবি তৈরি করেছে?
তথ্য সূত্রে জানা গিয়েছে, জেনারেটিভ এআই (AI) ব্যবহার করে এক বছরে ১.৮ কোটি ডিপফেক ছবি তৈরি করেছে জাপান। তবে এখনই অবাক হবেন না, এই তালিকায় রয়েছে আরো কয়েকটি দেশ। জানা গিয়েছে, সংখ্যার ভিত্তিতে জাপানের আগে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আসলে বর্তমানে এই কুরুচিকর ছবি তৈরির প্রবণতা বেশ বেড়েছে। এখনো পর্যন্ত ৪১টি ওয়েবসাইট শনাক্ত করা হয়েছে যেখানে ডিপফেক ছবি তৈরি করা হয়। আর এই ওয়েবসাইট ব্যবহার করার দিক থেকে এগিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র। জানা যায়, মার্কিন যুক্তরাষ্ট্রে এই ওয়েবসাইট ব্যবহারকারীর সংখ্যা ৫.৯৭ কোটি। যদিও এই তালিকা থেকে পিছিয়ে নেই আমাদের ভারত (India)।
ডিপফেক ছবি তৈরিতে ভারত কততম স্থানে অর্জন করেছে? এই তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্র প্রথমে থাকলে দ্বিতীয় স্থানে রয়েছে এই ভারত। শুনতে অবাক লাগলেও এমনই তথ্য উঠে এসেছে। তথ্যসূত্রে জানা গিয়েছে, ২.৪৫ কোটি ভারতের ব্যবহারকারী এই ওয়েবসাইট ব্যবহার করে থাকেন। এদিক থেকে তৃতীয় স্থানে রয়েছে জাপান। এছাড়াও রাশিয়ার ব্যবহারকারীর সংখ্যা ১.৭৫ কোটি এবং স্থান চতুর্থ। আর জার্মানি ১.৬৮ কোটি ভিজিট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে। অর্থাৎ ডিপফেক এআই (AI) যে মানব জীবনে যে কতটা প্রভাব ফেলেছে তা স্পষ্ট।
আরও পড়ুনঃ ভারত নাকি পাকিস্তান, বাংলাদেশীদের কাকে বেশি পছন্দ? সমীক্ষার ফল জানলে তাজ্জব বনে যাবেন
তবে এর মধ্যে ভারতের স্থান দ্বিতীয় থাকায় অনেকেই অবাক হয়েছেন। যদিও অবাক হওয়ার কিছু নেই, কারণ প্রায় দিন ভারতে এই নিয়ে বিভিন্ন খবর উঠে আসছে। এমনকি এআই (AI) ডিপফেকের শিকার হয়েছেন বলিউডের বড় বড় অভিনেত্রীরাও। রশ্মিকা থেকে শুরু করে ক্যাটরিনা, কাজল অনেকেই এই অপরাধের শিকার হয়েছেন।
আরও পড়ুনঃ প্রকাশ পেল Treasure-NFT 2025 গ্লোবাল ডেভেলপমেন্ট ভিশন এবং মিশন! রইল সম্পূর্ণ বিবরণ
ঠিক কিভাবে এই ওয়েবসাইটের ব্যবহার করা হচ্ছে: সূত্র মারফত জানা যায়, প্রায় ৮০% মানুষ স্মার্টফোন ব্যবহার করেই এই ধরনের ওয়েবসাইটে প্রবেশ করেন। ওই সাইটে কোনও ছবি আপলোড করার পর যৌনতামূলক ছবি বানিয়ে ভাইরাল করে দেওয়া হয়। চলতি বছরের রিপোর্ট অনুযায়ী, এই ৪১টি সাইটের অর্ধেকেরও বেশি নতুনভাবে চালু করা হয়েছে। যদিও বর্তমানে গোটা বিশ্বের মানুষ এআই (AI) ব্যবহার করে ডিপফেক ছবি তৈরি করায় সমস্যার মুখে পড়েছেন। তবে এই বিষয় প্রতিনিয়ত সাইবার বিশেষজ্ঞরা বিভিন্ন রকমের পদক্ষেপ নিচ্ছেন সেই সাথে সকলকে সতর্ক করছেন।