“ধূর্ত” চিনের ফাঁদে পা দিয়ে ঘটল সর্বনাশ! সর্বস্বান্ত হওয়ার পথে ভারতের আরও এক পড়শি দেশ

বাংলাহান্ট ডেস্ক : পাকিস্তানের পর এবার নেপালকে নিজের জালে ফাঁসিয়ে কবজায় নিল চিন (China)। নেপালের প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েই চিন সফরে গিয়ে শি জিনপিংয়ের প্রস্তাবিত বিতর্কিত ‘বেল্ট অ্যান্ড রোড’ প্রকল্পে চুক্তি সাক্ষর করেছেন কেপি শর্মা ওলি। প্রতিবেশী আরো এক দেশকে এভাবে চিনের (China) ফাঁদে পা দিতে দেখে কার্যত চিন্তা বেড়েছে ভারতের।

চিনের (China) প্রকল্পের ফাঁদে নেপাল

কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, ভারতের প্রতিবেশী দেশগুলির উপরে ক্রমে প্রভাব বাড়াচ্ছে চিন (China)। ভারত প্রথম থেকেই চিনের এই পরিকাঠামো উন্নয়নকারী প্রকল্পের আড়ালে থাকা ঋণের ফাঁদের তীব্র বিরোধিতা করে এসেছে। কিন্তু এবার নেপাল পা দিল এই ফাঁদে। দীর্ঘ আলোচনার পর চুক্তি সাক্ষর হল দুই দেশের মধ্যে।

This country also signed up to china project

দীর্ঘ সাত বছর পর সাক্ষর চুক্তি: ২০১৭ সালে প্রথম চিনের (China) সঙ্গে এই প্রকল্প নিয়ে চুক্তি হয়েছিল নেপালের। মাঝে এত বছর নানান আলোচনা হয়। সম্প্রতি কেপি শর্মা ওলি তৃতীয় বারের জন্য নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েই চিন (China) সফরে যান। সেখানেই জিনপিং এর সঙ্গে বৈঠকের পর সাক্ষরিত হয় চুক্তি। এক্ষেত্রেও এতদিনের প্রথা বদল করেছেন ওলি। এত বছর ধরে প্রধানমন্ত্রী পদে বসার পরে প্রথমে ভারত সফরেই আসতেন তিনি। এবার সেই জায়গা নিল চিন (China)। তার উপর এই চুক্তি সাক্ষর একাধিক প্রশ্ন তুলে দিচ্ছে রাজনৈতিক মহলে।

আরো পড়ুন : “ভগৎ সিং সন্ত্রাসবাদী”, অপমানজনক মন্তব্য পাকিস্তানের, যোগ্য জবাব দিল নয়াদিল্লি

ঋণের ফাঁদ পাতা প্রকল্পের আড়ালে: উল্লেখ্য, পাকিস্তান আগেই যোগ দিয়েছে চিনের (China) বিতর্কিত বেল্ট অ্যান্ড রোড প্রকল্পে। এই প্রকল্পের একটি অংশ গিয়েছে পাক অধিকৃত কাশ্মীরের উপর দিয়ে, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে নয়াদিল্লি। অন্যদিকে শ্রীলঙ্কাও চিনের (China) ফাঁদে পড়ে গলা অবধি ঋণের বোঝায় ডুবে রয়েছে।

আরো পড়ুন : বড় খবর! প্রধানমন্ত্রীকে খুনের হুমকি দিয়ে বার্তা এল পুলিশের কাছে, রয়েছে ISI যোগ, তোলপাড় দেশ

শুধু নেপাল আর পাকিস্তান নয়, বাংলাদেশের সঙ্গেও ঘনিষ্ঠতা বাড়াচ্ছে চিন। বাংলাদেশে চিনা আধিকারিকদের আনাগোনা বেড়েছে। ইউনূসের দেশেও এই প্রকল্পের ফাঁদ পাতার চেষ্টায় রয়েছে জিনপিং সরকার। এমতাবস্থায় প্রতিবেশী দেশগুলির দিকেও কড়া নজর রাখছে ভারত।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর