বাংলাহান্ট ডেস্ক : একেই বলে ইঁটের জবাব পাটকেলে। পাকিস্তানের বিমান হামলার পর কিছুদিন যেতে না যেতেই পাকিস্তানের (Pakistan) মাটিতে সার্জিক্যাল স্ট্রাইক করে জবাব দিল আফগানিস্তান। তালিবান প্রশাসনের তরফে সম্প্রতি এই সার্জিক্যাল স্ট্রাইক এর বিষয়টি স্বীকার করে বিবৃতি দেওয়া হয়েছে। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আফগান সেনা পাকিস্তানে (Pakistan) ঢুকে একাধিক জায়গায় হামলা চালিয়েছে।
পাকিস্তানের (Pakistan) বিমান হামলা আফগানিস্তানে
গত সপ্তাহেই পূর্ব পাকতিয়া প্রদেশে বিমান হামলা চালায় পাকিস্তান (Pakistan)। ইসলামাবাদের তরফে বলা হয়েছিল, আফগানিস্তানে জঙ্গি ঘাঁটি এবং প্রশিক্ষণ শিবির লক্ষ্য করেই হামলা চালানো হয়। কিন্তু আফগানিস্তানের তালিবান প্রশাসনের তরফে পালটা বলা হয়, কোনো জঙ্গি ঘাঁটি নয়, বরং সাধারণ মানুষের বসতিতে হামলা চালিয়েছে পাকিস্তান (Pakistan)। বিমান হামলায় একাধিক মহিলা এবং শিশুর মৃত্যু হয়েছে বলেও জানিয়েছিল তালিবান প্রশাসন।
পালটা জবাব দিল তালিবানরা: পাকিস্তানের (Pakistan) হামলার জবাব দেওয়া হবে বলে তখনই হুঁশিয়ারি দিয়ে রেখেছিল আফগানিস্তানের তালিবান সরকার। হামলার পর দশ দিন যেতে না যেতেই শনিবার জানানো হল পাকিস্তানের (Pakistan) মাটিতে সার্জিক্যাল স্ট্রাইকের কথা। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, ওই বিমান হামলার জন্য যারা দায়ী ছিল তাদের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। যদিও এই হামলায় হতাহতের বিষয়ে কোনো তথ্য এখনও পর্যন্ত দেওয়া হয়নি।
আরো পড়ুন : মনমোহনের মৃত্যুতে শোকস্তব্ধ পাকিস্তানের এই গ্রাম! বিশেষ প্রার্থনা মসজিদেও, চোখে জল বাসিন্দাদের
কী অভিযোগ করে পাকিস্তান: আফগানিস্তানে হামলার নেপথ্যে পাকিস্তানের (Pakistan) যুক্তি ছিল, সেখানে তেহরিক ই তালিবান পাকিস্তান নামে জঙ্গি গোষ্ঠীর একটি প্রশিক্ষণ কেন্দ্র ছিল। পাকিস্তানের (Pakistan) তরফে অবশ্য আগেও অভিযোগ করা হয়েছে যে সীমান্তে জঙ্গি কার্যকলাপ রুখতে কোনো পদক্ষেপ করছে না আফগানিস্তান সরকার। সেই অভিযোগ অবশ্য অস্বীকার করেছিল তালিবান প্রশাসন। তারপরেই ওই হামলা। এবার পালটা জবাব দিল আফগানিস্তান।
আরো পড়ুন : প্রথম সংসার ভেঙে দ্বিতীয় বিয়ে, করিনার স্বামী হওয়ার আগে অমৃতাকে বিশেষ চিঠি লিখেছিলেন সইফ
এদিকে আফগান সীমান্ত বাহিনী খোস্ত প্রদেশের আলি শির জেলায় পাকিস্তানের সামরিক চৌকিতে আগুন ধরিয়ে দেয়। পাশাপাশি পাকতিয়া প্রদেশের ডান্ড ই পাতান জেলাতেও দুটি পাক পোস্ট দখল করে আফগান বাহিনী।