এক বছরে ১০০-রও বেশি বিদেশির মৃত্যুদণ্ড! রয়েছেন ভারতীয়রাও, এই দেশ গড়ল ভয়ঙ্কর রেকর্ড

বাংলাহান্ট ডেস্ক : দোষ করলে এবং দোষী সাব্যস্ত হলে শাস্তি পাওয়াটাই স্বাভাবিক। সেটা নিজের দেশেই হোক বা বিদেশে। বিভিন্ন দেশেই নানান অপরাধে অভিযুক্ত বিদেশিরা রয়েছেন বন্দি অবস্থায়। সাজাও পেয়ে থাকেন তারা। অনেক সময় মৃত্যুদণ্ডের মতো সর্বোচ্চ শাস্তিও দেওয়া হয়ে থাকে বিদেশিদের, এমনকি ভারতীয়দেরও (Indian)। এক্ষেত্রে আবারো সংবাদ শিরোনামে উঠে এসেছে সৌদি আরব। কারণ এ বছর সর্বোচ্চ সংখ্যক বিদেশিদের মৃত্যুদণ্ড কার্যকর করে রেকর্ড গড়েছে আরব আমিরশাহীর প্রতিবেশী দেশটি।

ভারতীয়দেরও (Indian) মৃত্যুদণ্ড দিয়ে রেকর্ড সৌদি আরবের

সূত্রের খবর থেকে জানা যাচ্ছে, ২০২৪ সালে এখনো পর্যন্ত শতাধিক বিদেশিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে সৌদি সরকার। এর মধ্যে রয়েছেন ভারতীয়রাও (Indian)। এ বছর পর্যন্ত এখনো পর্যন্ত সর্বোচ্চ শাস্তি পাওয়া বিদেশিদের সংখ্যা ১০১। সরকারি প্রেস এজেন্সি সূত্রে খবর, শনিবার নাজরানের দক্ষিণ পশ্চিমে এই ইয়েমেনের নাগরিককে এখনো পর্যন্ত সর্বশেষ ফাঁসির সাজা শোনানো হয়েছে। মাদক পাচারের দোষী সাব্যস্ত হওয়ার ফলেই এই সাজা বলে জানা গিয়েছে।

This country gave death sentence to record foreigners even indian

অপরাধ কী ছিল অভিযুক্তদের: মূলত মাদক সংক্রান্ত অপরাধের কারণেই অধিকাংশ মৃত্যুদণ্ড শোনানো হয়েছে বলে জানা যাচ্ছে। উল্লেখ্য, ২০২২ সালে সৌদি সরকারের তরফে মাদক সংক্রান্ত অপরাধীদের মৃত্যুদণ্ড কার্যকর করার উপরে তিন বছরের স্থগিতাদেশ তুলে দেওয়া হয়েছে। তারপরেই চলতি বছরে এক ধাক্কায় বেড়ে গিয়েছে মাদক সংক্রান্ত অপরাধে মৃত্যুদণ্ডের সংখ্যা। তথ্য সূত্র বলছে, এ বছর মাদক সংক্রান্ত অপরাধ হয়েছে মোট ৯২ টি। তার মধ্যে ৬৯ টি মামলায় বিদেশিদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

আরো পড়ুন : সমুদ্রের বুকেই নিরাপত্তা বলয়, গলতে পারবে না মাছিও! ২৬/১১-র আগেই কড়া পদক্ষেপ সেনার

কোন দেশের কতজন রয়েছে: রিপোর্ট আরো বলছে, প্রতি বছর সৌদি সরকার ৩৪ জন বিদেশিকে মৃত্যুদণ্ড দিয়ে এসেছে। এ বছর সংখ্যাটা ১০১ এ পৌঁছে ভেঙে দিয়েছে যাবতীয় রেকর্ড। ২০২২ এবং ২০২৩ সালের তুলনায় সংখ্যাটা প্রায় তিন গুণ বেড়েছে বলে খবর। এ বছর মৃত্যুদণ্ড পাওয়া বিদেশিদের মধ্যে পাকিস্তানিদের সংখ্যা সর্বোচ্চ, ২১ জন। এরপর রয়েছে ইয়েমেনের ২০ জন, সিরিয়ার ১৪ জন, নাইজেরিয়ার ১০ জন, মিশরের রয়েছে ৯ জন, জর্ডানের ৮ এবং ইথিওপিয়ার ৭ জন রয়েছে। সুদান, আফগানিস্তান এবং ভারত (Indian) থেকে রয়েছে ৩ জন আর শ্রীলঙ্কা, ইরিত্রিয়া এবং ফিলিপাইনের রয়েছে ১ জন করে।

আরো পড়ুন : ‘আর যেন গালওয়ান না হয়’, সেনা প্রত্যাহারের পর প্রথম বৈঠক, চিনকে কড়া বার্তা রাজনাথের

ইউরোপীয় সৌদি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস এর আইনি পরিচালক তাহা আল হাজি জানান, এই প্রথম সৌদি সরকার এত বেশি সংখ্যক বিদেশিদের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। তবে মৃত্যুদণ্ডের মতো কঠিন শাস্তি দেওয়ার কারণে কঠোর সমালোচনার মুখেও পড়তে হচ্ছে সৌদি আরব সরকারকে।

ad

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর