সিনিয়র সিটিজেনদের জন্য স্বর্গ, ৫ ধরণের পেনশন দেয় এই দেশ! রাজার হালে থাকেন সকলে

বাংলাহান্ট ডেস্ক : সারা জীবন পরিশ্রম করে অর্থ উপার্জন করার পর পেনশনের (Pension) উপরে ভরসা করে থাকেন প্রবীণ নাগরিকরা। যারা সরকারি চাকরিজীবী তারা অবসরের পর পান পেনশনের (Pension) সুবিধা। বেসরকারি চাকরির ক্ষেত্রে অবশ্য সেই সুবিধা নেই। বর্তমানে কেন্দ্রীয় সরকারের তরফে ইউনিফায়েড পেনশন স্কিম চালু করা হয়েছে দেশে। তবে এই প্রতিবেদনে এমন এক দেশের কথা জানাব যেখানে অবসরপ্রাপ্ত প্রবীণ নাগরিকরা পেয়ে থাকেন ৫ রকমের পেনশনের (Pension) সুবিধা।

পেনশনের (Pension) উপরে ভরসা করেন প্রবীণ নাগরিকরা

ভারতে সরকারি চাকরি করলে পাওয়া যায় পেনশনের (Pension) সুবিধা। একটি বয়সের পর অবসর নেওয়ার পর পেনশন পেয়ে থাকেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা। এটাই সরকারি কর্মীদের সবথেকে বড় উপার্জনের জায়গা বলে মানা হয়। বর্তমানে কেন্দ্রীয় সরকারের তরফে ইউনিফায়েড পেনশন (Pension) স্কিম চালু করা হয়েছে, যা কার্যকর হতে চলেছে আগামী অর্থবর্ষ থেকে। এই স্কিম নিয়েই অব্যাহত রয়েছে চর্চা।

আরো পড়ুন : সলমনের ঘুম উড়িয়ে চর্চায় লরেন্স বিষ্ণোই, এবার গ্যাংস্টারকে নিয়ে বায়োপিক! মুখ্য চরিত্রে এই অভিনেতা!

পাঁচ রকম পেনশন মেলে এই দেশে

তবে জানেন কী এমন এক দেশ রয়েছে যেখানে ৫ রকমের পেনশনের (Pension) সুবিধা পেয়ে থাকেন প্রবীণ নাগরিকরা। সারা বিশ্বে সবথেকে বেশি পেনশনের সুবিধার প্রসঙ্গ উঠলে সবার আগে উঠে আসে নেদারল্যান্ডের নাম। তবে নেদারল্যান্ড কিন্তু একমাত্র দেশ নয় যেখানে পেনশনের সুবিধা সবথেকে বেশি চর্চিত। অপর একটি ৫ রকমের পেনশন দেওয়ার নিয়ম রয়েছে।

আরো পড়ুন : এই একটা সিদ্ধান্তেই ঘটল বিপর্যয়! অবশেষে ক্ষমা চাইলেন রোহিত, জানালেন কোথায় হয়েছে ভুল

কোন দেশে মেলে এই পেনশন

এই দেশটি হল ফিনল্যান্ড। সমীক্ষা বলে, ফিনল্যান্ডে বিশ্বের সবথেকে বেশি সন্তুষ্ট মানুষজনের বাস। এখানকার মানুষদের মানসিক সন্তুষ্টির নেপথ্যে রয়েছে একাধিক কারণ, যার মধ্যে পেনশনও (Pension) অন্যতম। ফিনল্যান্ড সরকারের তরফে বিভিন্ন ধরণের পেনশন দেওয়া হয়ে থাকে। এই সিস্টেমের কারণে সমাজের প্রতি শ্রেণির প্রবীণ মানুষই বৃদ্ধ বয়সে পেনশনের সুবিধা পান। ন্যাশনাল পেনশন (Pension) সিস্টেমের মধ্যে চার ধরণের ক্যাটেগরি তৈরি করেছে ফিনল্যান্ড সরকার। ওল্ডএজ পেনশন, ডিসএবিলিটি পেনশন, ইয়ার অফ সার্ভিস পেনশন এবং সারভাইভার্স পেনশন। এছাড়াও রোজগারের উপরে ভিত্তি করেও দেওয়া হয় একটি পেনশন।

Pension

যারা দীর্ঘদিন ধরে কর্মজীবন কাটিয়েছেন তাদের জন্য এই পেনশন স্কিম সেরা। তবে শুধুমাত্র ফিনল্যান্ডের সরকারি অধিবাসী তারাই এই স্কিমের সুবিধা পাবেন। যারা কাজ করতে করতে চিরদিনের জন্য কোনো দুর্ঘটনায় প্রতিবন্ধী হয়ে পড়েন তারা ডিসএবিলিটি পেনশন পান। পাশাপাশি রিহ্যাবিলিটেশন বেনিফিটও দেওয়া হয়। ৬৩ বা তার বেশি বয়সের পেনশন স্কিম, সিন্দারা এই পেনশন পান। এর জন্য ৩৮ বছর পর্যন্ত কাজও করতে হয়। সারভাইভার্সদের পরিবারের জন্য সারভাইভার্স পেনশনও দেওয়া হয়।

ad

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর