বাংলা হান্ট ডেস্ক: হঠাৎ করে কাউকে যদি প্রশ্ন করা হয় যে, বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট (Most Powerful Passport) কোন দেশের? সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই মনে হতে পারে, আমেরিকা, চিন বা রাশিয়ার পাসপোর্টই হল সবচেয়ে শক্তিশালী। যদিও, এই অনুমান সম্পূর্ণ ভুল। এই দেশগুলি শক্তিশালী দেশের তালিকায় শীর্ষে থাকলেও শক্তিশালী পাসপোর্ট এদের কাছে নেই। ইতিমধ্যেই গত ১০ জানুয়ারি একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। যেটি অনুযায়ী জানা গিয়েছে, সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট রয়েছে জাপানের কাছে।
এই সংস্থা জারি করেছে রিপোর্ট: লন্ডনে স্থিত গ্লোবাল সিটিজেনশিপ এবং রেসিডেন্স অ্যাডভাইজরি ফার্ম Henley & Partners, ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (IATA) দ্বারা প্রদত্ত তথ্যের ভিত্তিতে ২০২৩ সালের হেনলি পাসপোর্ট সূচক (Henley Passport Index) প্রকাশ করেছে। এই সূচকে ১৯৯ টি পাসপোর্ট এবং ২২৭ টি ট্রাভেল ডেস্টিনেশন রয়েছে। যা ব্যবহারকারীদের তাঁদের বিশ্বব্যাপী ভ্রমণ এবং গতিশীলতার প্রসঙ্গে নির্ভরযোগ্য তথ্য প্রদান করে। মূলত, একজন ব্যক্তি সেই দেশের পাসপোর্টে কটি দেশে ভ্রমণ করতে পারবেন তার ভিত্তিতে এই রিপোর্ট তৈরি করা হয়।
এমতাবস্থায়, এই রিপোর্ট অনুযায়ী, বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় শীর্ষে রয়েছে জাপান। জাপানি নাগরিকরা ১৯৩ টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। পাশাপাশি, ওই রিপোর্টের দ্বিতীয় স্থানে রয়েছে সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়া। সেখানকার নাগরিকরা ১৯২ টি দেশে ভিসা-মুক্ত প্রবেশাধিকার পান।
ভারতের পাসপোর্টের র্যাঙ্কিং: গ্লোবাল পাসপোর্ট র্যাঙ্কিং ২০২৩-এ ভারত ৮৫ তম স্থানে রয়েছে। আমাদের দেশের নাগরিকরা ৫৯ টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। এর আগে ২০১৯, ২০২০, ২০২১ ও ২০২২ সালে এই তালিকায় ভারতের অবস্থান ছিল যথাক্রমে ৮২, ৮৪, ৮৫ ও ৮৩। মূলত, ভারতীয় পাসপোর্ট হোল্ডাররা ভুটান, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, ম্যাকাও, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, কেনিয়া, থাইল্যান্ড, সেশেলস, মরিশাস, জিম্বাবুয়ে, উগান্ডা, ইরান এবং কাতারের মত ৫৯ টি দেশে বিনা ভিসায় ভ্রমণ করতে পারবেন।
এদিকে, প্রতিবেশী দেশ ভুটানের পাসপোর্ট রয়েছে ৯০ তম স্থানে। এছাড়া, চিনের পাসপোর্টের র্যাঙ্কিং হল ৬৬।। পাশাপাশি, শ্রীলঙ্কার পাসপোর্ট ১০০ নম্বরে এবং বাংলাদেশের পাসপোর্ট ১০১ নম্বরে রয়েছে। অপরদিকে, ইয়েমেন এবং মায়ানমারের র্যাঙ্ক হল যথাক্রমে ১০৫ ও ৯৬। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এই রিপোর্ট অনুযায়ী, বিশ্বের সবচেয়ে খারাপ পাসপোর্ট হল আফগানিস্তানের। ওই দেশ ১০৯ তম স্থানে রয়েছে। পাশাপাশি, ইরাক এবং সিরিয়া রয়েছে যথাক্রমে ১০৮ ও ১০৭ তম স্থানে। এছাড়াও, পাকিস্তান রয়েছে ১০৬ তম স্থানে।