মদ্যপানের নিরিখে সবথেকে ওপরে রয়েছে এই দেশ! কত নম্বর স্থানে রয়েছে ভারত?

বাংলা হান্ট ডেস্ক: একদম প্রাচীন কাল থেকেই মদ্যপানের (Alcohol Consumption) রেশ প্রচলিত রয়েছে সমগ্ৰ বিশ্বজুড়েই। শুধু তাই নয়, যত দিন এগোচ্ছে ততই বৃদ্ধি পাচ্ছে মদ্যপায়ীদের সংখ্যা। কিন্তু, আপনি কি জানেন যে, মদ্যপানের নিরিখে পৃথিবীতে এগিয়ে রয়েছে কোন দেশ? পাশাপাশি, আমাদের দেশ ভারতবর্ষও এই তালিকায় কোন অবস্থানে রয়েছে? বর্তমান প্ৰতিবেদনে আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করব।

প্রথমেই জানিয়ে রাখি যে, মদ্যপানের পরিপ্রেক্ষিতে সব থেকে যে দেশটি এগিয়ে রয়েছে সেটি হল সিশেলস। পূর্ব আফ্রিকার এই দেশে জনপ্রতি মদ্যপানের বার্ষিক পরিমাণ হল ২০.৫ লিটার। এদিকে, worldranking.com-এর ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে উগান্ডা। সেদেশে জনপ্রতি মদ্যপানের বার্ষিক পরিমাণ হল ১৫.৯ লিটার।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে চেক রিপাবলিক। সেখানে বার্ষিক মাথাপিছু ১৪.৪৫ লিটার মদ্যপান করা হয়। এদিকে, লিথুয়ানিয়া রয়েছে চার নম্বরে। সেখানে জনপ্রতি মদ্যপানের বার্ষিক পরিমাণ হল ১৩.২২ লিটার। পাশাপাশি, পঞ্চম স্থানে রয়েছে লুক্সেমবার্গ। সেদেশে মাথাপিছু বার্ষিক ১২.৯৪ লিটার মদ্যপান করা হয়।

এছাড়াও, অ্যালকোহল সেবনের তালিকায় জার্মানি রয়েছে ষষ্ঠ স্থানে (১২.৯১ লিটার), সপ্তম স্থানে রয়েছে আয়ারল্যান্ড (১২.৮৮ লিটার), অষ্টম স্থানে রয়েছে লাটভিয়া (১২.৭৭ লিটার), স্পেন (১২.৭২ লিটার) রয়েছে নবম স্থানে এবং দশম স্থানে রয়েছে বুলগেরিয়া। সেখানে জনপ্রতি মদ্যপানের বার্ষিক পরিমাণ হল ১২.৬৫ লিটার।

alcohol

ভারত রয়েছে এই স্থানে: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, মদ্যপানের নিরিখে প্রকাশিত এই তালিকায় ভারত রয়েছে ১০৩ তম স্থানে। ভারতে মাথাপিছু মদ্যপানের বার্ষিক পরিমাণ হল ৫.৫৪ লিটার।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর