বাংলাহান্ট ডেস্ক : বড় গর্বের দিন ভারতের জন্য। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) নিজেদের দেশের সর্বোচ্চ সম্মান প্রদান করার কথা ঘোষণা করল কমনওয়েলথ অফ ডমিনিকা। করোনা পরিস্থিতির সময়ে ডমিনিকার পাশে দাঁড়িয়ে দেশকে সাহায্য করার জন্য এবার মোদীকে (Narendra Modi) সে দেশের সর্বোচ্চ সম্মান দেওয়ার কথা ঘোষণা করেছে ডমিনিকা সরকার।
নরেন্দ্র মোদীকে (Narendra Modi) বিশেষ সম্মাননা ডমিনিকার
জানা যাচ্ছে, করোনা পরিস্থিতির সময়ে ডমিনিকার পার্বত্য অঞ্চলে সাহায্য করার জন্য নরেন্দ্র মোদীকে (Narendra Modi) এই বিশেষ সম্মান প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে সে দেশের সরকার। ডমিনিকার প্রধানমন্ত্রী দফতরের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। সেখানেই জানানো হয়েছে, করোনা পরিস্থিতির সময়ে ডমিনিকাকে সাহায্য করেছিল ভারত। পাশাপাশি ২০২১ এর ফেব্রুয়ারিতে ৭০,০০০ ডোজ অ্যাস্ট্রোজেনেকা ভ্যাকসিনও দেওয়া হয়েছিল ডমিনিকাকে। এতে দুই দেশের মধ্যে সম্পর্ক আরো পোক্ত হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।
কবে দেওয়া হবে সম্মান: আগামী ১৯ শে ফেব্রুয়ারি থেকে ২১ শে ফেব্রুয়ারি পর্যন্ত গুয়ানার জর্জটাউনে চলবে ইন্ডিয়া-ক্যারিকম অর্থাৎ ক্যারিবিয়ান কমিউনিটির সম্মেলন। সেখানেই প্রধানমন্ত্রী মোদীর (Narendra Modi) হাতে এই সর্বোচ্চ সম্মান তুলে দেবেন ডমিনিকার প্রেসিডেন্ট সিলভানি বার্টন।
ডমিনিকাকে সাহায্য করেছে ভারত: শুধু করোনা পরিস্থিতিতে নয়, ওই বিবৃতি থেকে আরো জানা যাচ্ছে, ডমিনিকার স্বাস্থ্য, শিক্ষা, আইটি সহ সব ক্ষেত্রেই ভারতের সমর্থন রয়েছে। পাশাপাশি ওই দেশের উন্নয়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ভারত। তারই স্বীকৃতি স্বরূপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) এই সম্মাননা দিতে চায় ডমিনিকা।
আরো পড়ুন: ডিভোর্সি নারীর পর এবার পুরুষ, এই অভিনেতাকে দেখেই মনে ‘লালসা’! বিচ্ছেদের পরেই ‘বদলে’ গেলেন অর্জুন!
উল্লেখ্য, আগামীতে লম্বা বিদেশ সফর রয়েছে নরেন্দ্র মোদীর। আগামী ১৮-১৯ শে নভেম্বর জি২০ সম্মেলন আয়োজিত হতে চলেছে ব্রাজিলে। প্রধানমন্ত্রীর সেখানে যোগ দেওয়ার খবর জানানো হয়েছে বিদেশ মন্ত্রকের তরফে। তবে সেই সঙ্গে গায়ানা এবং নাইজিরিয়া সফরেও যাবেন নরেন্দ্র মোদী।