ক্রমশ হয়ে উঠছে অপ্রতিরোধ্য! ভারতের “ডিফেন্স পাওয়ার” দেখে চক্ষু চড়কগাছ এই দেশের

বাংলা হান্ট ডেস্ক: আর্মেনিয়াকে পিনাকা রকেট সরবরাহ হোক বা ফিলিপিন্সে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের সাপ্লাই প্রতিটি ক্ষেত্রেই ভারত (India) প্রতিরক্ষা রফতানিতে ক্রমাগত উন্নতি করছে। এদিকে, ভারতের কাছ থেকে সামরিক সরঞ্জাম কেনার এই তালিকায় যুক্ত হয়েছে আরও একটি নাম। মূলত, ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা আধিকারিকরা এবার ভারতের ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র কেনার জন্য দ্রুত আলোচনা চালিয়ে যাচ্ছেন।

ভারতের (India) সাথে হতে পারে বড় চুক্তি:

এর পাশাপাশি ভারতের প্রতিরক্ষা প্রযুক্তি তথা ডিফেন্স টেকনোলজিতেও ইন্দোনেশিয়ার তুমুল আগ্রহ পরিলক্ষিত হয়েছে। এমতাবস্থায়, ভারতের (India) এয়ারক্রাফট ক্যারিয়ার তথা বিমানবাহী রণতরী নিয়েও এই দুই দেশের অভ্যন্তরীণ আলোচনা চলছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, ভারত বিশ্বের সেই কয়েকটি দেশগুলির মধ্যে অন্যতম যার দেশীয় এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরির ক্ষমতা রয়েছে। এমতাবস্থায়, প্রতিরক্ষা সূত্র ANI-কে জানিয়েছে যে ভারতীয় পক্ষের সাথে সাম্প্রতিক বৈঠকের সময়ে ইন্দোনেশিয়ার সিনিয়র আধিকারিকরা এয়ারক্রাফট ক্যারিয়ার নির্মাণে সহযোগিতার জন্য আগ্রহ প্রকাশ করেছেন।

This country is surprised to see India's defense power.

ব্রহ্মোস নিয়ে আলোচনা দ্রুত এগিয়ে চলেছে: এদিকে, ভারত (India) থেকে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র কেনার জন্য ইন্দোনেশিয়ার একটি দল শীঘ্রই পরবর্তী দফা আলোচনায় ভারতে আসবে। সূত্র জানিয়েছে যে মেজর জেনারেল ইউনিয়ানতোর নেতৃত্বে একটি উচ্চ-পর্যায়ের ইন্দোনেশিয়ান প্রতিনিধিদল সামরিক সহযোগিতার সম্ভাবনা অন্বেষণ করতে এবং ক্ষেপণাস্ত্রের সক্ষমতা মূল্যায়ন করতে ব্রহ্মোস এরোস্পেসের ফ্যাসিলিটিজ পরিদর্শন করেছিল।

আরও পড়ুন: এবার গোটা বিশ্বকে চমকে দিলেন স্মৃতি মান্ধানা! ৭ বছর পর ফের তৈরি করলেন ইতিহাস

জানিয়ে রাখি যে, এই প্রসঙ্গে গত ২ বছর ধরে আলোচনা চললেও এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা সামনে আসেনি। এই চুক্তিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রাশিয়ার কাছ থেকে অনুমোদন পাওয়া। আসলে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র ভারত (India) ও রাশিয়া যৌথভাবে তৈরি করেছে।

আরও পড়ুন: মহাকুম্ভ থেকেই “বিজনেস” শিখলেন আদানি! রাখঢাক না রেখে দেশবাসীকে জানালেন সাফল্যের “গুরুমন্ত্র”

প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি ছিলেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি: প্রসঙ্গত উল্লেখ্য যে, ৭৬।তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রবোও সুবিয়ানতো। ভারতে (India) তাঁর প্রথম রাষ্ট্রীয় সফরে তিনি একাধিক বিষয়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির কথা বলেছেন।। এদিকে, ওই অনুষ্ঠানের আগে আয়োজিত নৈশভোজেও তিনি ভারতের ভূয়সী প্রশংসা করেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর