পাকিস্তান-বাংলাদেশের থেকেও ওপরে! সবথেকে বেশি সাংবাদিক খুন করেছে এই দেশ, নাম জানলে চমকে উঠবেন

বাংলাহান্ট ডেস্ক : গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয় সাংবাদিকতাকে। ঝড়, জল, বিপদ উপেক্ষা করে প্রতিকূল থেকে প্রতিকূলতর স্থানে সাংবাদিকরা (Journalist) ছুটে যান সঠিক সংবাদ পৌঁছে দেওয়ার লক্ষ্যে। অথচ আইন অমান্য করে সাংবাদিক খুনের ঘটনা বেড়েই চলেছে। চলতি বছরেই বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধ পরিস্থিতিতে কর্মরত ৫৪ জন সাংবাদিক নিহত হয়েছেন। হত্যার দিক দিয়ে এগিয়ে রয়েছে ইজরায়েল।

চলতি বছরে খুন এই দেশে খুন সর্বাধিক সাংবাদিক (Journalist)

সাংবাদিকদের (Journalist) অধিকার রক্ষায় কর্মরত সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডারস এর দেওয়া তথ্য অনুযায়ী, বিশ্বের বিভিন্ন প্রান্তে বর্তমানে যুদ্ধ এবং হিংসার পরিস্থিতি রয়েছে। সে সব জায়গায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে খুন হয়েছেন ৫৪ জন সাংবাদিক (Journalist)। এক বছরেই সংখ্যাটা এত। এর মধ্যে সবথেকে বেশি সাংবাদিক হত্যা করেছে ইজরায়েলি সেনা। ১৮ জন নিহত হয়েছেন তাদের হাতে। এর মধ্যে গাজাতেই নিহত হয়েছেন ১৬ জন এবং লেবাননে নিহত হয়েছেন ২ জন সাংবাদিক।

This country killed most journalist in this year

তালিকায় রয়েছে বাংলাদেশ: একথা বলা বাহুল্য, রিপোর্ট অনুযায়ী চলতি বছরে সাংবাদিকদের (Journalist) জন্য সবথেকে বিপজ্জনক ভূখন্ডের তকমা পেয়েছে গাজা। তালিকায় রয়েছে পাকিস্তান, মেক্সিকো এমনকি প্রতিবেশী বাংলাদেশের নামও। তালিকায় গাজার পরেই দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান। গত এক বছরে সেখানে নিহত হয়েছেন ৭ জন সাংবাদিক (Journalist)।

আরো পড়ুন : পণের জন্য চাপ থেকে বিকৃত যৌনাচার! স্ত্রীর “মিথ্যে” অভিযোগেই আত্মঘাতী বেঙ্গালুরুর যুবক? গর্জে উঠছে নেটপাড়া

পণবন্দী করে রাখা হয়েছে বহু সাংবাদিককে: বাংলাদেশ এবং মেক্সিকোতে নিহত হয়েছেন ৫ জন করে সাংবাদিক (Journalist)। রিপোর্ট থেকে আরো জানা যাচ্ছে, বিশ্বের বিভিন্ন প্রান্তে এই মুহূর্তে ৫৫ জন সাংবাদিককে পণবন্দী করে রাখা হয়েছে। এর মধ্যে আইএস অর্থাৎ ইসলামিক স্টেটের হাতেই পণবন্দী হয়ে রয়েছেন ২৫ জন সাংবাদিক।

আরো পড়ুন : দুজনের মধ্যে অদ্ভূত মিল, শাহরুখকেই আপন ছেলের মতো ভালোবাসতেন নিঃসন্তান দিলীপ কুমার

তথ্য অনুযায়ী, বিশ্বের তিন দেশে সবথেকে বেশি সাংবাদিককে আটক করে রাখা হয়েছে। এর মধ্যে শীর্ষ স্থানে রয়েছে চিন। সেখানে ১২৪ জন সাংবাদিককে জেলবন্দী করে রাখা হয়েছে। এরপরেই রয়েছে মায়ানমার এবং ইজরায়েল। এই দুই দেশে যথাক্রমে ৬১ এবং ৪১ জন সাংবাদিককে জেলবন্দী করে রাখা হয়েছে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর