জামাকাপড় থেকে থালাবাটি! রাষ্ট্রপতি ভবনে লুটপাট জনতার, শ্রীলঙ্কা-বাংলাদেশ হওয়ার পথে এই দেশ

বাংলাহান্ট ডেস্ক : শাসক যতই ক্ষমতাবান হোক না কেন, সমবেত জনতার রোষের মুখে তাকে মাথা নোয়াতেই হয়। এই দৃশ্য এর আগে দেখা গিয়েছে শ্রীলঙ্কা এবং বাংলাদেশে (Bangladesh)। এবার তালিকায় জুড়ল আরো এক নাম, সিরিয়া। প্রাক্তন রাষ্ট্রপতি বাশার আল আসাদ দেশ ছেড়ে পালাতেই তাঁর বাসভবনের দখল নিল উন্মত্ত জনতা। ফিরে এল শ্রীলঙ্কা, বাংলাদেশের (Bangladesh) চেনা ছবি।

সিরিয়ার রাষ্ট্রপতি ভবনে জনতার লুঠপাট ফেরাল বাংলাদেশের (Bangladesh) ছবি

রবিবার বিদ্রোহী গোষ্ঠী দামাস্কাসের দখল নিতেই সপরিবারে সিরিয়া ছাড়েন প্রাক্তন প্রেসিডেন্ট আল আসাদ। বর্তমানে তাঁকে আশ্রয় দিয়েছে রাশিয়া সরকার। এদিকে শাসক পালাতেই রাষ্ট্রপতি ভবনে নামে জনস্রোত। সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে দেশের জনতা রাষ্ট্রপতি ভবনের দখল নিয়েছে। চলছে যথেচ্ছাচার।

This country president palace loot video returned Bangladesh memories

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও: একটি ভিডিওতে উঠে এসেছে রাষ্ট্রপতি ভবনের ভেতরে আসাদের গাড়ির সংগ্রহের ছবি। কী নেই সেখানে! ফেরারি এফ৫০, অডি আর ৮, অডি কিউ ৮ প্লাসের মতো বিদেশি বিলাসবহুল গাড়ির সম্ভার রয়েছে প্রাক্তন প্রেসিডেন্টের ব্যক্তিগত সংগ্রহে। এছাড়াও যেকোনো জমিতে চলতে সক্ষম মোটর বাইক, বুলেটপ্রুফ এসইউভি, রকেট লঞ্চার লাগানো সামরিক ট্রাকও দেখা গিয়েছে সেখানে। বাংলাদেশের (Bangladesh) ভিডিওগুলি মনে করিয়ে দিয়েছে এই ভিডিওগুলি।

আরো পড়ুন : ফের শক্তিবৃদ্ধি ভারতীয় সেনার! নিঃশব্দে শত্রুর ঘাঁটি ধ্বংস করবে “সুইসাইড” ড্রোন, ধরা পড়বেনা রাডারেও

 

যথেষ্ট লুঠপাট জনতার: একটি ভিডিওতে দেখা যায়, আসাদের ব্যক্তিগত বাসভবনে তাঁর স্যুট, স্ত্রী আসমার বহুমূল্য জুতোও লুঠপাট চালাচ্ছে উচ্ছ্বসিত জনতা। কারোর হাতে আবার সোনার বাসন, গয়না। মোট ৫ লক্ষ ১০ হাজার বর্গমিটার এলাকা জুড়ে রয়েছে আল রাওডা প্রেসিডেন্সিয়াল প্যালেস। আসাদের সাততলা বাড়ি এবং বাগান দখল করে রীতিমতো তাণ্ডব চালায় জনতা। কয়েকজনকে আকাশের দিকে তাক করে বন্দুক ছুঁড়তেও দেখা যায়।

আরো পড়ুন : জুটবেনা পেটের ভাতও! ভারতের দিকে চোখ রাঙিয়ে এবার পস্তাচ্ছে বাংলাদেশ, কালঘাম ছুটছে সরকারের

প্রেসিডেন্সিয়াল প্যালেস সংলগ্ন বাগানে আসাদের বাবা হাফেজ আল আসাদের মূর্তিও ভাঙচুর করতে দেখা যায় কিছু জনকে। মাস কয়েক আগেই একই দৃশ্য দেখা গিয়েছে বাংলাদেশেও (Bangladesh)। বিভিন্ন শহরে মুজিবের মূর্তি ভাঙচুর করতে দেখা গিয়েছিল বাংলাদেশি জনতাকে। এবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল সিরিয়াতেও।

 

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর