নতুন বছরেই দুর্দান্ত উপহার ভারতীয় পর্যটকদের জন্য! এবার টুরিস্ট ভিসা ছাড়াই সফর করা যাবে এই দেশে

বাংলাহান্ট ডেস্ক : নতুন বছরেই বড় উপহার পেতে চলেছেন ভারতীয়রা (India)। উপহারের প্রেরক রাশিয়া। হ্যাঁ, ঠিকই পড়েছেন। এবার থেকে রাশিয়ায় যাওয়া আরো সহজ হতে চলেছে ভারতীয়দের জন্য। নতুন বছর থেকেই পুতিনের দেশে যেতে আর কোনো ভিসা লাগবে না ভারতীয়দের (India)। সংবাদ মাধ্যম সূত্রে পাওয়া খবরে খুশির জোয়ার সর্বস্তরে।

ভিসা ছাড়াই রাশিয়ায় এন্ট্রি ভারতীয়দের (India)

রিপোর্ট অনুযায়ী, এবার থেকে টুরিস্ট ভিসা ছাড়াই যাওয়া যাবে রাশিয়াতে। সব ঠিকঠাক থাকলে নতুন বছরের শুরুর দিকেই আসতে পারে এই সুখবর। উল্লেখ্য, চলতি বছরের জুন মাসেই এ বিষয়ে বিশেষ বৈঠক হয়েছিল নয়া দিল্লি এবং মস্কোর মধ্যে। ভিসা বিধি নিয়ে আলোচনা হয়েছে দুই দেশের মধ্যে। সেই বৈঠকেই ভিসা ছাড়া ভারতীয়দের (India) রাশিয়ায় প্রবেশের বিষয়টি উঠে এসেছিল। সেই মতোই এবার ভারতীয়দের জন্য এই বিশেষ সুবিধার ব্যবস্থা হতে চলেছে বলে খবর।

This country will be giving tourist visa free entry to India

বৈঠকে বিশেষ আলোচনা দুই দেশের: রাশিয়ার তরফে এ বিষয়ে জানানো হয়েছে, দুই দেশের মধ্যে পর্যটন ক্ষেত্রে যাতে সম্পর্ক আরো মজবুত হয়, সেই উদ্যোগেই ভিসা ফ্রি গ্রুপ টুরিস্ট এক্সচেঞ্জ নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। উল্লেখ্য, গত বছর থেকেই ভারতীয় (India) পর্যটকরা ই ভিসা নিয়ে রাশিয়া যেতে পারেন। কিন্তু এই নতুন ব্যবস্থা হলে সেটাও লাগবে না। শুধুমাত্র ভারতীয় পাসপোর্ট দেখালেই মিলবে পুতিনের দেশে এন্ট্রি।

আরো পড়ুন : হিন্দিতে তো ব্লকবাস্টার, বাংলায় ‘অ্যানিম্যাল’ তৈরি হলে কারা হতেন নায়ক নায়িকা? কাস্টিং রেডি

বহু ভারতীয়রা যায় রাশিয়ায়: ভারত (India) সহ বেশ কিছু দেশকে ই ভিসা দিয়ে থাকে রাশিয়া। এই তালিকায় ভারতের স্থান প্রথম পাঁচের মধ্যেই। প্রতি বছরই বহু ভারতীয় রাশিয়ায় গিয়ে থাকেন। ভ্রমণ ছাড়াও উচ্চশিক্ষা এবং ব্যবসার কাজেই বেশিরভাগ ভারতীয় (India) সে দেশে যায়।

আরো পড়ুন : ভিক্ষা দিলেই জেল কনফার্ম! ভারতের এই শহরে বড় নিয়ম জারি করল সরকার

প্রসঙ্গত, ভিসা ছাড়া ভারতীয়দের প্রবেশ করার সুবিধা রয়েছে মোট ৬২ টি দেশে। শুধুমাত্র ভারতীয় পাসপোর্ট থাকলেই হয়। এবার রাশিয়া তালিকায় জুড়লে আরো বাড়বে সংখ্যাটা।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর