জাদেজার গলার কাঁটা হয়ে উঠল এই ক্রিকেটার, কেরিয়ার শেষ হওয়ার আশঙ্কা ভারতের অলরাউন্ডারের

বাংলা হান্ট ডেস্কঃ ভারতের (India National Cricket Team) তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) নিজের তুখব ব্যাটিং আর অভিজ্ঞ বোলিংয়ের কারণে গোটা ক্রিকেট বিশ্বই জনপ্রিয়। পাশাপাশি জাদেজার ফিল্ডিংয়েরও ফ্যান অনেকেই। বিগত কয়েক বছরে জাদেজা নিজের দমে টিম ইন্ডিয়াকে অনেক ম্যাচও জিতিয়েছেন। এবার টিম ইন্ডিয়ায় ওনাকে টক্কর দেওয়ার জন্য আরও এক বিধ্বংসী অলরাউন্ডার এসেছেন। এই অলরাউন্ডারের দুরন্ত পার্ফমেন্স অনেক ম্যাচের মোড় ঘুড়িয়ে দিয়েছে। আর এবার রবীন্দ্র জাদেজার জন্য সে বিপদ হয়ে দাঁড়িয়েছে।

মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে জাদেজা নিজের প্রথম ম্যাচ খেলেছিলেন। জাদেজার জায়গা নেওয়ার জন্য টিম ইন্ডিয়ায় এমন এক অলরাউন্ডার এসেছেন, যিনি জাদেজার মতোই ম্যাচ বদলানোর ক্ষমতা রাখেন। আমরা কথা বলছি ভারতীয় দলের উঠতি তারকা অক্ষর প্যাটেলের (Axar Patel)। অক্ষর নিজের অভিষেক ম্যাচ ইংল্যান্ডের বিরুদ্ধে খেলেছিলেন। সেই সিরিজে তিনি নিজের নামে অনেক বড়বড় রেকর্ডও করেছিলেন।

axar patel a

নিউজিল্যান্ডের বিরুদ্ধেও অক্ষর নিজের ব্যাটের জাদু দেখিয়েছেন। অনেক ম্যাচেই অক্ষরের ব্যাটিং, বোলিংয়ের কারণে ভারত জয়ের স্বাদ পেয়েছে। প্যাটেল লাল বলের ক্রিকেটে ভারতের জন্য মাত্র চারটি টেস্ট ম্যাচ খেলেছেন। আর সেই চারটি টেস্টে তিনি ৩৩টি উইকেট হাসিল করেছেন।

অক্ষর নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজেও কামাল দেখিয়েছেন। একদিকে যেমন বলে জাদু দেখিয়েছেন, তেমনই অন্যদিকে শেষের দিকে ব্যাট করতে নেমে কামাল দেখিয়েছেন। অক্ষর টিম ইন্ডিয়ার জন্য তিনটি ফরম্যাটেই স্বাচ্ছন্দ্য হয়ে উঠেছেন। আর এই কারণেই রোহিত বা বিরাট, কেউ তাঁকে দল থেকে বাইরে রাখতে চাইবে না।

রবীন্দ্র জাদেজার বয়স ৩৩ বছর হয়ে গিয়েছে। তাঁর খেলার উপর বয়সের ছাপও বোঝা যাচ্ছে। এমনকি বর্তমান সময়ে জাদেজা চোটের কারণে অনেকবার দলের বাইরেও বসেছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট আর সাউথ আফ্রিকার বিরুদ্ধে তিনটি টেস্ট ম্যাচে জাদেজাকে দলের বাইরে রাখা হয়েছে। আর সেই সুযোগে অক্ষর যদি নিজের কামাল দেখাতে পারেন, তাহলে সেটা জাদেজার জন্য অশনি সঙ্কেত হয়ে দাঁড়াবে।


Koushik Dutta

সম্পর্কিত খবর