বড়সড় ঝটকা খেল টিম ইন্ডিয়া! ২০২২-র এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন এই বিধ্বংসী ফাস্ট বোলার

বাংলা হান্ট ডেস্কঃ এশিয়া কাপ (Asia Cup) 2022 শুরু হতে যাচ্ছে 27 আগস্ট থেকে। এই বড় টুর্নামেন্টের আগে বড় ধাক্কা খেয়েছে টিম ইন্ডিয়া (India National Cricket Team)। চোটের কারণে এশিয়া কাপ 2022 থেকে ছিটকে যাচ্ছেন টি-টোয়েন্টি ক্রিকেটের এক মারাত্মক ফাস্ট বোলার। রিপোর্ট অনুযায়ী, সোমবার দল ঘোষণা করতে পারে বিসিসিআই। দলের স্কোয়াডে থাকা একজন ফাস্ট বোলার চোটের কারণে দলে থাকতে পারবেন না। বেশ কিছুদিন ধরেই এই প্লেয়ার টিম ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছিলেন।

এশিয়া কাপের জন্য দল ঘোষণার শেষ তারিখ 8 আগস্ট। Cricbuzz-এর রিপোর্ট অনুযায়ী, ভারতের ফাস্ট বোলার হর্ষল প্যাটেল (Harshal Patel) টিম ইন্ডিয়ার অংশ হবেন না। ওয়েস্ট ইন্ডিজ সফরে চোট পান হর্ষল প্যাটেল। বিসিসিআই তাদের টুইটার হ্যান্ডেল থেকে জানিয়েছিল যে তারকা বোলার হর্ষল প্যাটেল ইনজুরির কারণে দ্বিতীয় এবং তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে খেলছেন না, তবে এখন শোনা যাচ্ছে যে তার চোট গুরুতর এবং তিনি দীর্ঘ সময়ের জন্য টিমের বাইরে থাকতে পারেন।

হর্ষল প্যাটেল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 5 ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টিম ইন্ডিয়ার একটি অংশ ছিলেন, কিন্তু চোটের কারণে তিনি একটি ম্যাচেও দলের অংশ হতে পারেননি। ইনজুরির কারণে 2022 সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও বাদ পড়তে পারেন হর্ষল। যুক্তরাষ্ট্র থেকে ফেরার পর তাকে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) যোগ দিতে বলা হবে। গত বছরের নভেম্বরে টিম ইন্ডিয়ার হয়ে অভিষেক হওয়া হর্ষল এখনও পর্যন্ত 17 টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন, যদিও তিনি 10 জুলাই থেকে কোনও ম্যাচ খেলেননি।

IMG 20211121 111852

2022 সালের এশিয়া কাপের দলে বিরাট কোহলি এবং কেএল রাহুলের ফেরা প্রায় নিশ্চিত। এই দুই খেলোয়াড়ই বর্তমানে দলের বাইরে। বিরাট ব্রেকে রয়েছেন, আর কেএল রাহুল ইনজুরির সঙ্গে লড়াই করছেন। এই টুর্নামেন্টে মোট 6টি দল অংশগ্রহণ করতে যাচ্ছে। ভারত ও পাকিস্তান ছাড়াও বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান অংশ নেবে, যেখানে একটি দল বাছাইপর্বের মাধ্যমে 2022 সালের এশিয়া কাপ খেলবে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর