বাংলা হান্ট ডেস্কঃ টিম ইন্ডিয়ার (India National Cricket Team) ওপেনিং ব্যাটসম্যান (Batsman) তথা টি-২০ দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) বিশ্বের সেরা ব্যাটসম্যানদের মধ্যে একজন। এটাতে কোনও সন্দেহ নেই যে, রোহিত নিজের একার দমে গোটা ম্যাচ পাল্টে দিতে পারেন। কিন্তু এখন ধীরে ধীরে রোহিতের বয়স বাড়ছে। আর আগামী কয়েক বছরে তিনি ক্রিকেট (Cricket) থেকে সন্ন্যাস ঘোষণা করতে পারেন। আর এই কারণে সবথেকে বড় প্রশ্ন হচ্ছে, কোন খেলোয়াড় রোহিতের অবর্তমানে ভারতীয় টিমে ওপেনিং করবেন? এই প্রশ্নের উত্তর দিয়েছেন ভারতীয় দলের এক তরুণ ক্রিকেটার (Cricketer)। যিনি আগামী সময়ে ভারতের জন্য তুরুপের তাস হতে পারেন।
বলে দিই, রোহিত শর্মা ৩৪ বছর বয়সে পা রেখেছেন। এই বয়সে অনেক ক্রিকেটারই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে ফেলেন। আর এই কারণেই রোহিতের জায়গায় টিম ইন্ডিয়ায় নতুন একটি ব্যাটসম্যানের প্রয়োজন। এই দায়িত্ব চেন্নাই সুপার কিংসের তরুণ ক্রিকেটার ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad) নিতে পারেন।
ঋতুরাজ গায়কোয়াড় IPL-এ নিজের ব্যাট দিয়ে আগুন ঝরিয়ে সবার নজর কেড়েছিলেন। মাত্র ২৪ বছর বয়সী এই ক্রিকেটার টিম ইন্ডিয়ার ভবিষ্যৎ হয়ে উঠতে পারেন। সম্প্রতি আইপিএলে ওনার ব্যাটিং সবার মন কেড়েছে। আর আইপিএল ২০২১-এ অরেঞ্জ ক্যাপে কবজাও করেছিলেন ঋতুরাজ গায়কোয়াড়।
ঋতুরাজ গায়কোয়াড় এই বছরে শ্রীলঙ্কা সফরে নিজের টি-২০ ইন্টারন্যাশানাল কেরিয়ারের অভিষেক করেছিলেন। সেখানে তিনি ২টি ম্যাচ খেলেছিলেন, আর সেই ম্যাচে তিনি মাত্র ৩৫ রানই করতে পেরেছিলেন। কিন্তু বর্তমানে চালু সৌয়দ মুস্তাক আলি ট্রফিতে ওনার ব্যাট আগুন ঝরাচ্ছে। এবারের আইপিএলে ঋতুরাজের ব্যাট যেমন কথা বলেছিল, তেমনই এবার মুস্তাক আলি ট্রফিতেও সে দুরন্ত ফর্মে রয়েছে। সম্প্রতি নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাঁকে দলে নেওয়া হয়েছিল, কিন্তু প্রথম একাদশে তাঁকে রাখা হয়নি।