বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দলে (Indian Cricket Team) সুযোগ পাওয়ার মতো প্রতিভাবান ক্রিকেটারের কোনও অভাব নেই দেশে। এই কারণেই ভারত বর্তমানে ক্রিকেটে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ। তাই অনেক ক্রিকেটারই এমন আছেন যারা ভারতে জন্মগ্রহণ করেছিলেন এবং কেরিয়ারের শুরুর দিকে দেশেই ক্রিকেট খেলেছিলেন, কিন্তু প্রতিযোগিতার ভয়ে পরে ভারত ছেড়ে বিদেশে চলে যান। আবার এমন অনেক ক্রিকেটারও আছেন যারা ভারতে জন্মেছেন কিন্তু নিয়মিত আন্তর্জাতিক ক্রিকেট খেলার উদ্দেশ্যে শুরুতেই অন্য দেশে চলে গেছেন যেখানে প্রতিযোগিতা তুলনামূলকভাবে কম। আজকের প্রতিবেদনে আমরা তিন এমন ক্রিকেটারকে আপনাদের সামনে তুলে ধরব যাদের সাথে ভবিষ্যতে এমনটা হতে পারে।
রবি বিশ্নই: লেগ-স্পিনার রবি বিশ্নই ২০২২-এ ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি ম্যাচে টি-টোয়েন্টি ফরম্যাটে তার আন্তর্জাতিক কেরিয়ার শুরু করেছিলেন। এমনকি এশিয়া কাপেও ভারতীয় দলের হয়ে খেলেছেন এই তরুণ লেগস্পিনার। তবে সন্তোষজনক পারফরম্যান্স সত্ত্বেও টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা করে নিতে পারেননি তিনি। পরবর্তীকালে, ভারতীয় নির্বাচকরা আর তাকে ভবিষ্যতের জন্য বিবেচনা করছেন না। আইপিএলের মতন মঞ্চ পেয়েও সেই মঞ্চকে পুরোপুরি কাজে লাগিয়ে নিজের প্রত্যাবর্তনের জন্য সাড়া তুলতে ব্যর্থ এই তরুণ স্পিনার। বিসিসিআইও যথাযোগ্য মর্যাদা দেয়নি তাকে। ফলে ভবিষ্যতে তাকে অন্যদেশের হয়ে ক্রিকেট খেলতে দেখা গেলে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না।
ভেঙ্কটেশ আইয়ার: একসময় তাকে দলে পাওয়ার জন্য শুভমান গিলকে পর্যন্ত দল থেকে ছেঁটে ফেলতে পিছপা হয়নি নাইট রাইডার্স ম্যানেজমেন্ট। কিন্তু তারপর আচমকাই ফর্মের অবনতি ঘটে। ২০২১ সালেই ইনি ভারতের হয়ে টি-টোয়েন্টি খেলার সুযোগ পেয়েছিলেন এবং ৯টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ভারতীয় দলের অংশ ছিলেন। এই সময় তিনি মাত্র ১৩৩ রান করতে পেরেছেন এবং নিয়েছেন ৫ টি উইকেট। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে নিজের শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলার পর আস্তে আস্তে এই অলরাউন্ডার নির্বাচকদের নজর থেকে হারিয়ে গিয়েছেন। গত আইপিএলে তিনি কিছু ভালো ইনিংস খেলেছেন ঠিকই, কিন্তু ধারাবাহিকতা দেখাতে ব্যর্থ হয়েছেন যার জন্য হয়তো এর পরেও তাকে ভারতীয় দলে দেখা যাবে না। অনেকেই মনে করেন তার জাতীয় দলের সফল হতে না পারার অন্যতম বড় কারণ হলো নিজের অভ্যস্ত টপ অর্ডার পজিশনে ব্যাট করতে না পারা। বিসিসিআই যদি থাকে ভরসা না করতে পারে তাহলে ভবিষ্যতে হয়তো অন্য কোন দেশের হয়ে নিয়মিত আন্তর্জাতিক ক্রিকেট খেলার নীতিকেই বেছে নেবেন তিনি।
সরফরাজ খান: ঘরোয়া ক্রিকেটে তিনি অসাধারণ। ধারাবাহিকভাবে একের পর এক রঞ্জি মরশুমে রান করে চলেছেন। কিন্তু গত আইপিএলে তার সময়টা একেবারেই ভালো যায়নি। ফলস্বরূপ তিনি ক্যারিবিয়ান সফরের ভারতীয় দলে ডাক পাননি। এরপর নিজের পরিসংখ্যানে ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় নিজের স্বপক্ষে জনমত গড়ে তোলার চেষ্টা করতেই বিসিসিআইয়ের অন্দরমহল থেকে হুমকি ভেসে আসে তার জন্য। ওজনের দোহাই দিয়ে তাকে দলে নেওয়া হয়নি এবং সেইসঙ্গে এই সমস্ত পোস্ট করলে ভবিষ্যতে কখনোই যে তাকে ভারতীয় জলে জায়গা দেওয়া হবে না সেটা স্পষ্ট করে দেওয়া হয়। তরুণ এই প্রতিভাবান ক্রিকেটের যদি পরবর্তীতে এই ব্যবহারের কারণে অন্য কোন দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে শুরু করেন তাহলে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না।