ডেরায় বাগদাদির উপর ঝাঁপাতে গিয়েছিল, এখন আইএস নিশানায় এই মার্কিন সেনা কুকুর

বাংলা হান্ট ডেস্ক : গত সপ্তাহে মার্কিন সেনা হামলায় নিহত হয়েছে আইএস প্রধান বাগদাদি আবু বকর আল বাগদাদি৷ যদিও এর আগে বেশ কয়েকবার তাঁর মৃত্যুর ভুয়ো খবর উঠেছিল কিন্তু এবার সঠিক নিশানায় টার্গেট করে মার্কিন সেনারা সফল হয়েছে৷ তবে মার্কিন সেনাদের এই সাফল্যের পিছনে প্রধান কারিগর হল বেলজিয়ান ম্যালিনয়েস জাতের একটি জাঁদরেল কুকুর৷ যে এই অভিযানের প্রথম থেকে মার্কিন সেনাদের বিশেষভাবে সাহায্য করেছে৷ কখনও অন্ধকার সর্পিল সুড়ঙ্গে মানুষের গন্ধ পেয়ে একা ছুটে যাওয়া আবার কখনও সেনাদের পথ নির্দেশ দেওয়া কিংবা কখনও বাগদাদির ওপর ঝাঁপিয়ে জখম করতে যাওয়া সবটাই ছিল তার কয়েক মিনিটের কাজ৷al bagdadi raid dog 2810 1

এমন কি এই কুকুরকে দেখেই নাকি আইএস প্রধান চেঁচিয়ে উঠেছিল৷ যদিও আইএস ডেরায় বিস্ফোরণে কুকুরটি সাময়িক ভাবে জখম হয়েছে কিন্তু তাতেও তাঁর তর্জন গর্জন কিছুতেই থামেনি৷ তাই তো এবার এই কুকুর থেকেই নিশানা করতে চাইছে আইএস জঙ্গিরা৷ মার্কিন প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানানো হয়েছে মার্কিন সেনাদের যে ভাবে সাহস জুগিয়েছে তা সত্যিই প্রশংসনীয়, আইএস জঙ্গিরা এখন এই কুকুর কেই নিশানা করে পাল্টা দিতে চাইবে৷ সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই কুকুরের ছবি দিয়ে একটি টুইট করেছেন৷

জানা গিয়েছে সিরিয়ার ইদলিবে আইএস ডেরায় হামলা চালানোর জন্য মার্কিন বাহিনীর দু ভাগে ভাগ হয়ে গিয়েছিলেন বায়ুসেনার কপ্টার ডেরায় ক্রমাগত গোলাবর্ষণ চালাচ্ছিল ঠিক সেই সময় অপর দলটি বাগদাদির ডেরায় ঢুকে ছিল, তবে তাঁদের প্রবেশ পথ এতটাও সহজ ছিল না যদি না এই কুকুরটি মার্কিন সেনাদের বিশেষ ভাবে সাহায্য করত এমনটাই বলছে প্রতিরক্ষা মন্ত্রক৷

বাগদাদের আস্তানায় একের পর এক দরজার বিস্ফোরণ ঘটিয়ে মার্কিন সেনাবাহিনীর সদস্যরা ঢুকে পড়ে বাগদাদির ডেরায় আর সেখানেই বিস্ফোরণ ঘটিয়ে আইএস জঙ্গি ও বাগদাদের দেহরক্ষীদের নিকেশ করা সম্ভব হয়েছে৷ তবে সেনাদের অভিযান চলাকালীন বাগদাদি প্রধানকে এক বিন্দুর জন্যও চোখের আড়াল করেননি এই কুকুর৷


সম্পর্কিত খবর