বাংলা ছবির ইতিহাসে প্রথম বার, বলিউডে ডেবিউ করেই সলমনের বিরুদ্ধে লড়াইয়ে নামছেন জিৎ!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: টলিউডের সুপারস্টারদের মধ্যে একজন জিৎ (Jeet)। অবাঙালি হয়েও বাংলা ছবিতে কাজ করার দুঃসাহস দেখিয়েছিলেন তিনি। অবশ্য প্রথম ছবি থেকে এখনো পর্যন্ত একবারও দর্শকদের তিনি বুঝতে দেননি যে তিনি অবাঙালি। আরো অনেক অভিনেতার তুলনায় তাঁর বাংলা উচ্চারণ বরং বেশি স্পষ্ট। তাঁর সমকালীন অভিনেতারা মূলধারার বাণিজ্যিক ছবি ছেড়ে অন্য ধরণের ছবিতে অভিনয় শুরু করলেও জিৎ এখনো নিজের ঘরানাতেই আটকে রয়েছেন।

তাতে অবশ্য জিতের কেরিয়ারে কোনো প্রভাব পড়েনি। বরং তাঁকে এই ধরণের ছবিতে দেখতেই বেশি পছন্দ করেন দর্শকরা। ভাল ব্যবসাও করে জিতের ছবিগুলি। আগামীতে ফের এক অ্যাকশন নির্ভর ছবি ‘চেঙ্গিজ’এ দেখা মিলবে তাঁর। বিপরীতে নায়িকা হিসাবে দেখা যাবে সুস্মিতা চট্টোপাধ্যায়কে। আর এই ছবির সঙ্গে সঙ্গেই বাংলা ছবির জগতে ইতিহাস সৃষ্টি করতে চলেছেন জিৎ।

আগামী ২১ এপ্রিল ইদ উপলক্ষে মুক্তি পেতে চলেছে চেঙ্গিজ। সঙ্গে থাকছে এক বিরাট সারপ্রাইজ। চেঙ্গিজের হাত ধরে বলিউডে পা রাখছেন জিৎ। হ্যাঁ, একই সঙ্গে একই দিনে বাংলা এবং হিন্দি দুই ভাষাতেই মুক্তি পেতে চলেছে এই ছবি, বাংলা ছবির জগতে যা প্রথম বার। সোশ্যাল মিডিয়ায় ছবির এক নতুন পোস্টার শেয়ার করে এই সুখবর দিয়েছেন জিৎ।

অন্যদিকে বলিউডেও ওই একই দিনে মুক্তি পাচ্ছে আরেক সুপারস্টারের ছবি। তিনি সলমন খান (Salman Khan)। সাধারণত প্রত্যেক বছর ইদের দিনটাকেই টার্গেট করেন তিনি। এ বছর ইদেও মুক্তি পেতে চলেছে সলমন এবং পূজা হেগড়ে অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান’। অর্থাৎ এবার বলিউডে মুখোমুখি সংঘর্ষে নামছেন দুই সুপারস্টার সলমন এবং জিৎ। কার ছবি এগিয়ে যায় আর কারটা পিছিয়ে যায় সেটা দেখা এবার শুধু সময়ের অপেক্ষা।

প্রসঙ্গত, জিৎকে শেষবার দেখা গিয়েছিল রাবণ ছবিতে। তবে খুব ভাল ব্যবসা করতে পারেনি ছবিটি। চেঙ্গিজ ছবিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করছেন জিৎ। তিনি এবং সুস্মিতা ছাড়াও ছবিতে রয়েছেন রোহিত বোস রায়, শতাফ ফিগারের মতো অভিনেতারা। ছবির পরিচালকের দায়িত্বে রয়েছেন রাজেশ গঙ্গোপাধ্যায়।

X