এর আগে কেউই পারেনি! নতুন ইতিহাস তৈরি করল Tata-র এই বৈদ্যুতিক গাড়ি, ধন্য ধন্য করছে সকলে

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে যুগের সাথে পাল্লা দিয়ে বৈদ্যুতিক গাড়ির প্রতি আকৃষ্ট হচ্ছেন অনেকেই। এমতাবস্থায়, গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে একের পর এক দুর্ধর্ষ বৈদ্যুতিক গাড়ির সামনে আনছে প্রস্তুতকারী সংস্থাগুলি। এমতাবস্থায়, আপনিও যদি একটি EV কেনার পরিকল্পনা করে থাকেন সেক্ষেত্রেই প্রতিবেদনটি আপনার জন্য নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে। কারণ, এখানে আজ আমরা আপনাদের কাছে Tata Motors-এর ইলেকট্রিক SUV Coupe Curvv EV-র এমন একটি রেকর্ড তৈরির বিষয়ে জানাবো যেটি ইতিমধ্যে ইতিহাস তৈরি করেছে।

Tata Curvv EV গড়ল ইতিহাস:

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, Tata Curvv EV কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত মাত্র ৭৬ ঘন্টা ৩৫ মিনিটে সফর শেষ করে একটি রেকর্ড তৈরি করেছে। অর্থাৎ, এই সামগ্রিক সফরে চালানোর সময়, Tata Curvv EV মাত্র ৩ দিনে ৩,৮২৩ কিমি দূরত্ব অতিক্রম করেছে এবং সবথেকে দ্রুততম EV ট্রাভেল টাইমের জন্য একটি নতুন রেকর্ড স্থাপন করেছে।

২৫ ফেব্রুয়ারি শ্রীনগর থেকে রওনা হয়: এই সফর আগামী ২৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে শ্রীনগর থেকে শুরু হয়েছিল এবং ২৮ ফেব্রুয়ারি ২০২৫-এ কন্যাকুমারীতে শেষ হয়। এই সময়ের মধ্যে, Curvv EV তার নামে ২০ টি ন্যাশনাল রেকর্ড তৈরি করেছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই ট্রিপটি ভারতের দ্রুত বর্ধনশীল পাবলিক চার্জিং নেটওয়ার্কের শক্তিও প্রদর্শন করে। এই নেটওয়ার্কে এখন হাইওয়েতে আরও চার্জিং পয়েন্ট এবং দ্রুত চার্জি স্পিড উপলব্ধ রয়েছে। আসলে টাটা এই সফর সম্পন্ন করেছে মানুষকে এটা বোঝানোর জন্য যে দীর্ঘ যাত্রাও এখন EV-র মাধ্যমে আরামে এবং সহজে সম্পন্ন হতে পারে।

This electric car of Tata has created a new history.

Nexon EV MAX-এর রেকর্ডও ভেঙেছে: জানিয়ে রাখি যে, এর আগে এই রেকর্ডটি Nexon EV MAX-এর দখলে ছিল। তবে, Curvv EV এই রেকর্ডটি ১৯ ঘন্টারও বড় ব্যবধানে ভেঙে দিয়েছে। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ শ্রীনগর থেকে এই সফর শুরু করার জন্য Tata Curvv EV-কে পতাকা দেখান। এদিকে, কন্যাকুমারীতে সাংসদ থিরু বিজয় বসন্ত ওই গাড়িটিকে স্বাগত জানান। সমগ্র সফরে ওই বৈদ্যুতিক গাড়িটি বিভিন্ন আবহাওয়া ও রাস্তার সম্মুখীন হয়।

আরও পড়ুন: ভারতের ওপরেই রয়েছে ভরসা! চিনকে ঝটকা দিয়ে নয়া নজির গড়তে প্রস্তুত বিশ্বের জনপ্রিয় এই সংস্থা

সারা দেশে ফাস্ট চার্জিং নেটওয়ার্ক সম্প্রসারণ: এই সফরে Tata Curvv মাত্র ১৬ বার চার্জিং স্টপে থেমেছে। হয়েছে। আগে এই বৈদ্যুতিক গাড়ির এভারেজ চার্জিং টাইম ছিল ২৮ মিনিট। এখন তা কমে ১৭ মিনিট হয়েছে। যেটি থেকে বোঝা যায় ব্যাটারি প্রযুক্তিতে কতটা অগ্রগতি হয়েছে। এদিকে, Tata Curve EV-এর কৃতিত্বের বিষয়ে মন্তব্য করতে গিয়ে, Tata Passenger Electric Mobility Limited-এর চিফ কমার্শিয়াল অফিসার বিবেক শ্রীভাতসা বলেছেন, “আমরা এই বিরতিহীন যাত্রা শুরু করেছি। যাতে মানুষের কাছে এটা দেখানো যায় যে একটি EV দিয়েও দীর্ঘ ইন্টারসিটি ড্রাইভ এখন কতটা সহজ, দক্ষ এবং আরামদায়ক হতে পারে। প্রতিদিন আনুমানিক ১,২০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করার পরিকল্পনা করা, acti.ev ইভি আর্কিটেকচার এবং 55 kWh ব্যাটারি সহ Curvv EV এই চ্যালেঞ্জিং যাত্রাকে সহজ এবং ক্লান্তিমুক্ত করেছে। ১৮,০০০ টিরও বেশি চার্জিং পয়েন্ট সহ ওই গাড়ি যে ১০ টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্য দিয়ে গেছে তার প্রতিটি জেলায় ফাস্ট-চার্জার উপলব্ধ ছিল। এছাড়াও, Curvv EV দ্রুত বর্ধনশীল হাই-স্পিড চার্জিং নেটওয়ার্ক এবং ভালো হাইওয়ে থেকেও উপকৃত হয়েছে।

আরও পড়ুন: সব দাদাগিরি শেষ! ভারতের অ্যাকশনেই সুর নরম চিনের, করে দিল বড় ঘোষণা

টাটা কার্ভের দাম এবং ব্যাটারির রেঞ্জ: জানিয়ে রাখি যে Tata Curve EV-র বর্তমান এক্স-শোরুম দাম 17.49 লক্ষ টাকা থেকে শুরু করে 21.99 লক্ষ টাকা পর্যন্ত। Curve EV-তে 45 ​​kWh থেকে 55 kWh পর্যন্ত ব্যাটারি রয়েছে এবং এর সিঙ্গেল চার্জের রেঞ্জ 430 কিমি থেকে 502 কিমি পর্যন্ত হয়।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর