বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে পাল্লা দিয়ে বাড়ছে বৈদ্যুতিক যানবাহনের (Electric Vehicles) সংখ্যা। স্কুটি কিংবা বাইক থেকে শুরু করে বৈদ্যুতিক গাড়ি এবং বাসের মতো যানবাহনের ব্যবহারও ইতিমধ্যেই শুরু হয়েছে দেশজুড়ে। এমতাবস্থায়, গ্রাহকদের এই বিপুল চাহিদার ওপর ভর করে যুগের সাথে পাল্লা দিয়ে একের পর এক দুর্ধর্ষ বৈদ্যুতিক যানবাহন বাজারে আনছে সংস্থাগুলি। যার মধ্যে প্রধান ভাবে বিক্রি হচ্ছে ইলেকট্রিক স্কুটার (Electric Scooter)।
পাশাপাশি, ভারতের বাজারে একাধিক নতুন কোম্পানিও ইলেকট্রিক স্কুটার তৈরির ক্ষেত্রে এগিয়ে এসেছে। সেই রেশ বজায় রেখেই বর্তমান প্রতিবেদনে আজ আমরা একটি দুর্ধর্ষ ইলেকট্রিক স্কুটারের প্রসঙ্গ উপস্থাপিত করব। যেটির দুর্দান্ত ডিজাইন এবং অনবদ্য সব ফিচার্স ইতিমধ্যেই উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
মূলত আজ আমরা, BGauss C12i নামের ওই ইলেকট্রিক স্কুটারটি সম্পর্কে আপনাদের জানাবো। এই স্কুটারের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল, BGauss C12i-তে সংস্থার তরফে গ্রাহকদের ৭ বছরের ওয়ারেন্টি প্রদান করা হচ্ছে। শুধু তাই নয়, স্কুটারটি চালানোর সময়ে এটির দুর্ধর্ষ ডিজাইনের কারণে অনবদ্য অভিজ্ঞতা লাভ করা যাবে।
আরও পড়ুন: টমেটো অতীত! এবার হু হু করে দাম বাড়ছে পিঁয়াজের, নতুন রেট শুনে চোখে জল জনতার
আপাতত এই স্কুটারটি পাঁচটি রঙে উপলব্ধ রয়েছে। সেগুলি হল নীল, সাদা, ধূসর, হলুদ এবং লাল। এমতাবস্থায়, আপনি আপনার পছন্দের রঙটি বেছে নিতে পারেন। এবারে এই স্কুটারটির অন্যান্য ফিচার্সগুলি সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা তুলে ধরছি।
আরও পড়ুন: LPG থেকে GST! নভেম্বরেই বদল একাধিক নিয়মে, এখনই না জানলে পড়বেন দুর্ভোগে
গতি: জানিয়ে রাখি যে, BGauss C12i স্কুটারটি মাত্র ৮.৫ সেকেন্ডে ০ থেকে ৪০ কিলোমিটার গতি তুলতে পারে। এর পাশাপাশি, এই স্কুটারটি সর্বোচ্চ ৫০ কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম বলেও জানানো হয়েছে সংস্থার তরফে। এই ইলেকট্রিক স্কুটারটির দাম নির্ধারণ করা হয়েছে ১.২৬ লক্ষ টাকা।
রেঞ্জ: BGauss C12i ইলেকট্রিক স্কুটারটিতে 3.2 kWh ক্ষমতার লিথিয়াম-আয়ন ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে। পাশাপাশি, এই ইলেকট্রিক স্কুটারে 2500W-এর বৈদ্যুতিক মোটরও উপলব্ধ রয়েছে। যেগুলির ওপর ভর করে এই ইলেকট্রিক স্কুটারটি ১৪৫ কিলোমিটারের রেঞ্জ প্রদান করতে সক্ষম বলেও জানা গিয়েছে।