বাংলা হান্ট ডেস্ক: পাকিস্তানের সাথে উত্তেজনার আবহেই এবার ভারতকে (India) হুমকি দিয়েছে খালিস্তান সমর্থক গুরপতবন্ত সিং পান্নু। সে বলে যে, যদি এই দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়, তাহলে “ভারতীয় পাঞ্জাব” পাকিস্তানকে সমর্থন করবে। এর আগেও সে বিচ্ছিন্নতাবাদী পাকিস্তানকে সমর্থন করার কথা বলেছিল। পান্নু আরও দাবি করে যে, ভারতীয় সেনাবাহিনীকে পাঞ্জাব অতিক্রম করে আক্রমণ করতে দেওয়া হবে না।
কী জানালের ভারতের (India) এই শত্রু?
পাকিস্তানি সংবাদপত্র দ্য ডনের এক রিপোর্ট অনুযায়ী, পান্নু একটি ভিডিও বার্তায় বলে, “যদি ভারত (India) পাকিস্তান আক্রমণ করে, তাহলে এটি হবে ভারত এবং মোদীর শেষ যুদ্ধ। পাঞ্জাব ভারতীয় দখল থেকে মুক্ত হবে।” তিনি ঘোষণা করেন, “ভারতীয় পাঞ্জাব পাকিস্তানি সেনাবাহিনীকে লঙ্গর সরবরাহ করবে। আমরা ভারতীয় সেনাবাহিনীকে থামাবো।”

রিপোর্ট অনুসারে, পান্নু আরও বলেছে যে, ভারতীয় পাঞ্জাবের সেনানিবাস এলাকায় দেওয়ালে চক দিয়ে বার্তা লেখা শুরু হয়েছে। এই বার্তাগুলির মাধ্যমে, শিখ সৈন্যদের পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ না করার জন্য আবেদন করা হচ্ছে। এর আগেও, SFJ অর্থাৎ শিখস ফোর জাস্টিস একটি ভিডিও প্রকাশ করেছিল যেখানে “পাকিস্তান-খালিস্তান জিন্দাবাদ” উল্লেখ করা হয়। এছাড়াও, পাঞ্জাবের পাতিয়ালার সেনানিবাসের কাছে খালিস্তানের পতাকাও দেখা গিয়েছিল।
আরও পড়ুন: মে মাসে ১২ দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক, কবে কবে রয়েছে ছুটি? দেখে নিন সম্পূর্ণ তালিকা
এর আগেও হয়েছে ঘোষণা: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, আজাদ ডিজিটালের সাথে এক বিশেষ কথোপকথনে, SFJ প্রধান পান্নু পাকিস্তানকে সমর্থন করার কথা বলেছে। সে জানায়, “এটা ১৯৬৫-ও নয়, ১৯৭১-ও নয়… আজ ২০২৫ সাল। আমি পাকিস্তানের জনগণকে আশ্বস্ত করছি যে আমরা পাকিস্তানের সাথে ইটের মতো দাঁড়িয়ে আছি।”
আরও পড়ুন: IPL-এ বড় ভুল করে বসলেন শ্রেয়স আইয়ার! দিতে হবে বিপুল জরিমানা, ভুগতে হল দলকেও
পান্নু স্পষ্ট জানায়, “কেউ ভারতীয় সেনাবাহিনীকে পাঞ্জাব অতিক্রম করে পাকিস্তান আক্রমণ করার সাহস করতে দেবে না। কারণ পাকিস্তানের নাম নিজেই পাক। এখানে পাকিস্তানকে বোঝার প্রয়োজন। শিখরা ইতিমধ্যেই তা বুঝতে পেরেছে।”
দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও: