সমস্ত ধরনের ক্রিকেট ফরম্যাট থেকে ১২মাসের জন্য নির্বাচিত হলেন এই প্রাক্তন অধিনায়ক

Published On:

 

অমিত সরকার ঃ আসলে ঘটনা হল মহম্মদ শাহজাদকে বিশ্বকাপের আগেই ফিটনেস আর চোটেরর কারণে বিশ্বকাপের দলে জায়গা দেওয়া হয়নি। যারপর শাহজাদ এসিবির উপর অভিযোগ করে বলেছিলেন যে তিনি সম্পূর্ণভাবে ফিট আর তার ফিটনেস সম্পর্কিত কোনো সমস্যা নেই। তা সত্ত্বেও তাকে বিশ্বকাপের দল থেকে বাদ দেওয়া হয়েছে।

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের এক আধিকারিক নিজের বয়ানে বলেছেন,“এটাই প্রথমবার নয় যখন মহম্মদ শাহজাদ খেলোয়াড়দের জন্য তৈরি হওয়া আচার সংহিতাকে উলঙ্ঘণ করলেন। তিনি এসিবির নীতির বিরুদ্ধে গিয়ে বেশ কয়েকবার বিনা অনুমতিতেই দেশের বাইরে গিয়েছেন, যদিও খেলোয়াড়দের এমনটা করা আগে অনুমতি নিতে হয়”।

X