এবার এই কারণে প্রভাবিত হতে পারে ভারতীয় অর্থনীতি! স্পষ্ট জানিয়ে দিলেন RBI গভর্নর

Published On:

বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় অর্থনীতি (Indian Economy)-র প্রসঙ্গে এবার একটি তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Reserve Bank Of India) গভর্নর শক্তিকান্ত দাস (Shaktikanta Das)। গভর্নর জানিয়েছেন যে, ভারতে মৌলিক অর্থনৈতিক কার্যক্রম শক্তিশালী রয়েছে। কিন্তু কিছু বাহ্যিক কারণে (যেমন ভূ-রাজনৈতিক দ্বন্দ্ব) অর্থনীতির “ক্ষতি” হতে পারে।

ইতিমধ্যেই একটি অনুষ্ঠানে তিনি জানান যে, RBI ৭০ টি দ্রুত উর্ধ্বমুখী সূচককে পর্যবেক্ষণ করে। এমতাবস্থায়, সেগুলির বেশিরভাগই “ভালো অবস্থায়” রয়েছে। পাশাপাশি, তিনি বলেন অর্থনীতির ক্ষেত্রে বিশ্ব জুড়ে চলা বিভিন্ন বাহ্যিক কারণ “ক্ষতি” করতে পারে।

ভারতীয় আর্থিক ক্ষেত্র স্থিতিশীল রয়েছে: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, কেন্দ্রীয় ব্যাঙ্ক চলতি মাসের শুরুর দিকে ২০২৩-২৪ অর্থবর্ষের জন্য তার সামগ্রিক বৃদ্ধির পূর্বাভাস আগের ৭ শতাংশ থেকে কমিয়ে ৬.৮ শতাংশ করেছে। এই বিষয়ে গভর্নর জানান, ভারতীয় আর্থিক ক্ষেত্রটি বর্তমানে স্থিতিস্থাপক এবং অনেক ভালো অবস্থায় রয়েছে।

মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা: তাঁর মতে, মুদ্রানীতি মুদ্রাস্ফীতি এবং বৃদ্ধির অভ্যন্তরীণ কারণগুলির দ্বারা পরিচালিত হবে। এছাড়াও, এটি মার্কিন ফেডারেল ব্যাঙ্কের পদক্ষেপের মতো অন্যান্য ইনপুটগুলিকেও বিবেচনা করে। মুদ্রাস্ফীতির বিষয়ে দাস জানান, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সরকার এবং কেন্দ্রীয় ব্যাঙ্কের মধ্যে “অত্যন্ত সমন্বিত প্রচেষ্টা” রয়েছে।

rbi revoked the license of united cooperative bank

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, গভর্নর সতর্ক করেছেন, পরবর্তী আর্থিক সঙ্কট বেসরকারি খাতের ক্রিপ্টোকারেন্সি থেকে আসবে। পাশাপাশি, তিনি এখনও বিশ্বাস করেন ক্রিপ্টোকারেন্সি নিষিদ্ধ করা উচিত। তাঁর মতে, ক্রিপ্টোকারেন্সিগুলির কোনো অন্তর্নিহিত মূল্য নেই এবং এটি সামগ্রিকভাবে অর্থনৈতিক এবং আর্থিক স্থিতিশীলতার জন্য ঝুঁকি তৈরি করে।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X