এবার ভারতে বিপুল বিনিয়োগ করছে UAE-র এই নামকরা গ্রূপ! হবে বিপুল কর্মসংস্থান

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার সংযুক্ত আরব আমিরশাহীর (United Arab Emirates) বহুজাতিক খুচরো বিক্রেতা লুলু গ্রুপ (Lulu Group) দেশে বিরাট বিনিয়োগের ঘোষণা করেছে। শুধু তাই নয়, তারা কর্মসংস্থানেরও সুযোগ তৈরি করবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই গত সোমবার এই বৃহৎ ঘোষণা করেছে সংশ্লিষ্ট গ্রূপটি।

তারা জানিয়েছে, আগামী পাঁচ বছরে তেলেঙ্গনা রাজ্যে ৩৫০০ কোটি টাকা বিনিয়োগ করবে ওই গ্রূপ। শুধু তাই নয়, দেশের বিভিন্ন শহরে ডেস্টিনেশন মলও খুলবে তারা। এমতাবস্থায়, সমগ্ৰ দেশজুড়ে লুলু গ্রুপ আগামী তিন বছরে আরও ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে বলে জানানো হয়েছে। ইতিমধ্যেই রাজ্যের শিল্পমন্ত্রী কেটি রামা রাও এই ঘোষণার কথা ট্যুইটের মাধ্যমে জানিয়েছেন।

উল্লেখ্য যে, গত বছর দাভোসে লুলু গ্রুপ এবং তেলেঙ্গনা সরকার একটি চুক্তি স্বাক্ষরিত করেছিল। এদিকে, এই সংক্রান্ত কয়েক দফা আলোচনার পরেই গত সোমবার গ্রূপের তরফে এই বিনিয়োগের ঘোষণা করা হয়। পাশাপাশি, লুলু গ্রুপের চেয়ারম্যান এম এ ইউসুফ আলি গত সোমবার জানিয়েছেন, লুলু গ্রুপ ইতিমধ্যেই ভারতে ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে। যার ওপর ভর করে দেশে ২২ হাজারেরও কর্মসংস্থান সম্ভব হয়েছে।

এদিকে গ্রুপের তরফে জানানো হয়েছে, দেশে শপিং মল, হোটেল এবং খাদ্য প্রক্রিয়াকরণ ইউনিটগুলিতে ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে তারা। তবে, এবার সেই পরিকল্পনা আরও বাড়াতে চলেছে ওই সংস্থাটি। কোম্পানিটি আহমেদাবাদে একটি মল তৈরি করার পাশাপাশি চেন্নাইতে আরেকটি মল তৈরি করছে।

এছাড়াও, হায়দ্রাবাদ বিমানবন্দরের কাছে কৃষি সোর্সিং এবং লজিস্টিক হাব তৈরি করা ছাড়াও, শ্রীনগর, আহমেদাবাদ, গ্রেটার নয়ডা এবং বারাণসীতে খাদ্য প্রক্রিয়াকরণ ইউনিট সহ খুচরো প্রকল্পগুলিতে বিনিয়োগ করার পরিকল্পনা গ্রহণ করেছে তারা।

তবে, এখানেই শেষ নয়, লুলু গ্রুপের তরফে আরও জানানো হয়েছে যে, তারা তেলেঙ্গানা থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে রফতানির জন্য ধান সংগ্রহ করবে এবং সেখানে একটি মাছ প্রক্রিয়াকরণ প্ল্যান্ট এবং একটি মাংস প্রক্রিয়াকরণ প্ল্যান্ট স্থাপন করবে। এমন পরিস্থিতিতে, সামগ্রিকভাবে কোম্পানির অনুমান, এই বিনিয়োগের মাধ্যমে দেশে ৫০ হাজার কর্মসংস্থান তৈরি হবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর