Farmer: সঙ্গীতপ্রেমী কেঁচো! গান শুনিয়েই চাষের কাজে বাজিমাত, কৃষকের কাণ্ডে হাঁ বিজ্ঞানীরা

বাংলাহান্ট ডেস্ক : কৃষক (Farmer) এর কাণ্ড দেখে সেলাম ঢুকতে বাধ্য হলেন বিজ্ঞানীরাও। ভারত কৃষিভিত্তিক দেশ। কৃষকদের (Farmer) উপরে নির্ভর করে দেশের আর্থিক উন্নতি। এ দেশের একটা বড় সংখ্যক মানুষ এখনো কৃষিজীবী। তবে আগের থেকে কৃষিবিজ্ঞান অনেক উন্নত হয়েছে। ফসল উৎপাদনে জোয়ার আনতে অবলম্বন করা হচ্ছে বিভিন্ন পন্থা। তবে সাগরের এক কৃষক (Farmer) যা করে দেখালেন তা কার্যত নজিরবিহীন। কেঁচোদের (Earthworm) গান শুনিয়ে চাষের কাজে লাগাচ্ছেন তিনি।

কেঁচোদের ক্লাসিকাল মিউজিক শোনাচ্ছেন কৃষক (Farmer)

মধ্যপ্রদেশের সাগর জেলার কৃষক (Farmer) আকাশ চৌরাসিয়া। মাল্টি লেয়ার ফার্মিং এর জনক বলেও পরিচিত তিনি। বিগত ১৫ বছর ধরে জৈবিক প্রক্রিয়ায় চাষ করছেন তিনি। এই প্রক্রিয়ায় ফসলে ভার্মি কম্পোস্ট ব্যবহার করে থাকেন তিনি। এর জন্য দরকার হয় কেঁচোর। কৃষকের (Farmer) সবথেকে বড় বন্ধু যে কেঁচো তা তো সকলেই পড়েছেন স্কুলের পাঠ্যবইতে। মাটির স্তর উপর নীচ করে চাষের কাজে সাহায্য করে কেঁচো। আর কেঁচো গুলি যাতে আরো দ্রুত কাজ করতে পারে তার জন্য এক দারুণ পরিকল্পনা করেছেন ওই কৃষক। কেঁচোদের ক্লাসিকাল মিউজিক শোনাচ্ছেন তিনি।

   

আরো পড়ুন : Rich Country: হাওয়ায় ওড়ে টাকা, এই দেশেই সবথেকে বেশি ধনকুবেরদের বাস, ভারত কত নম্বরে?

কীভাবে ব্যবহার হয় মিউজিক থেরাপি

হ্যাঁ, ঠিকই পড়েছেন। আকাশ চৌরাসিয়ার দাবি অনুযায়ী, এই ক্লাসিকাল মিউজিক থেরাপি দিলে ৬০ দিনের কাজ কেঁচোগুলি ৪০-৫০ দিনের মধ্যেই করে ফেলতে পারে। তাঁর বক্তব্য, সঙ্গীত যেমন মানুষকে চাপমুক্ত করে, তেমনি গাছপালা, পশুপাখি এবং কীটপতঙ্গের উপরেও পড়ে সঙ্গীতের প্রভাব। তারাও রিল্যাক্স হয়ে আরো বেশি কাজ করতে পারে। কীভাবে এই মিউজিক থেরাপি ব্যবহার করেন ওই কৃষক (Farmer)?

আরো পড়ুন : Lagnajita Chakraborty: ‘আলাদা করে যোগাযোগ করে কথা হয়েছে’, লগ্নজিতাকে কী বলেছেন ‘তিলোত্তমা’র প্রেমিক?

রাতে কেঁচো বেশি সক্রিয় থাকে। তাই প্রতি রাতে ৮ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত কেঁচোদের গান শোনান ওই কৃষক (Farmer)। মোট ১১ ধরণের সুরের প্রয়োগ হয় এই সঙ্গীতে যা কেঁচোদের উপরে প্রভাব ফেলে বলে দাবি তাঁর। ক্ষেতের ধারে মিউজিক সিস্টেম ফিট করে রেখেছেন তিনি। ওই কৃষক আরো জানান, বিগত ৮ বছর ধরে এভাবেই কেঁচোদের গান শুনিয়ে আসছেন তিনি। আর ফলও পেয়েছেন হাতেনাতে।

Farmer

কী বলছেন বিজ্ঞানীরা

বিজ্ঞানীরাও এই দাবিকেই মান্যতা দিচ্ছেন। কৃষি বিজ্ঞানীদের মতে, যে জীবজন্তুদের কান নেই তাদের উপরেও সঙ্গীতের প্রভাব পড়ে। বনস্পতির উপরে প্রভাব পড়ে ছন্দ এবং ইতিবাচক সঙ্গীতের।

Niranjana Nag
Niranjana Nag

সম্পর্কিত খবর