‘নীম ফুলের মধু’ নয়!  নতুন সিরিয়ালের আগমনে সম্প্রচার শেষ হচ্ছে জি বাংলার এই হিট মেগার

বাংলা হান্ট ডেস্ক : নতুনকে জায়গা দিতে জায়গা ছাড়তে হয় পুরনোকে। এই নিয়মেই চলছে বাংলা সিরিয়াল গুলিও (Bengali Serial)। বাংলা টেলিভিশনের পর্দায় একের পর এক নতুন সিরিয়ালের (Bengali Serial) আগমন ঘটছে। যার ফলে অল্পদিনেই সম্প্রচার শেষ হয়ে যাচ্ছে বেশ কিছু জনপ্রিয় বাংলা ধারাবাহিকের (Bengali Serial)। বিগত বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘নিম ফুলের মধু’ শেষ হয়ে যাওয়ার জল্পনা।

শেষ হয়ে যাচ্ছে জি বাংলার এই জনপ্রিয় বাংলা সিরিয়াল (Bengali Serial)

এরইমধ্যে কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে জি বাংলার নতুন সিরিয়াল ‘পরিণীতা’র প্রোমো। তারপরেই নিম ফুলের মধু শেষ হয়ে যাওয়ার জল্পনা আরও  জোরালো হতে শুরু করে। টিআরপি তালিকায় শুরু থেকেই ভালো স্কোর করছে এই ধারাবাহিক। কিন্তু তারপরেও এই ধারাবাহিকের গল্প শেষ হয়ে যাওয়ার খবরে মুষড়ে পড়েছিলেন অনুরাগীরা।

তবে এবার জানা গেল আসল সত্যি। আর তাতেই হাসি ফুটল নীম ফুলের মধুর ভক্তদের মুখে। জানা যাচ্ছে, নতুন সিরিয়ালের আগমনে নীম ফুলের মধু নয় বরং শেষ হয়ে যাচ্ছে  জি বাংলার সুপারহিট বাংলা সিরিয়াল ‘জগদ্ধাত্রী’। আর তাতেই এবার মাথায় হাত এই সিরিয়ালের অনুরাগীদের। ইউটিউব চ্যানেল কারেন্ট বসের খবর অনুযায়ী  আগামী মাসেই অর্থাৎ নভেম্বরের মাঝামাঝি সময়েই এই সিরিয়ালের শুটিং শেষ হয়ে যাবে।

আরও পড়ুন : সত্যজিৎ রায়ের ‘টুনু’ দেবরাজ প্রতিভা থাকলেও পাননি পরিচিতি! বিদায়বেলায় আক্ষেপ স্ত্রী অনুরাধা রায়ের

তবে জনপ্রিয়তা হারালেও এখনও  পর্যন্ত ভালই টিআরপি উঠছে এই সিরিয়ালের। সাপ্তাহিক টিআরপি রিপোর্ট বলছে, এখনও পর্যন্ত টিআরপি তালিকায়  টপ ফাইভে রয়েছে জগদ্ধাত্রী। তাই হিসাব মত ভালোই টিআরপি  রয়েছে এই ধারাবাহিকের। কিন্তু কালের নিয়মে নতুনকে জায়গা দিতে এবার পুরনোকে বিদায় জানানোর পালা।

Bengali Serial

তাই নতুন ধারাবাহিক ‘পরিণীতা’ আসার কারণেই এবার বন্ধ হয়ে যাবে জি বাংলার এই জনপ্রিয় মেগা সিরিয়াল। নেহাশীষ চক্রবর্তী পরিচালিত ব্লুস প্রোডাকশন হাউজের এই ব্লকবাস্টার হিট মেগা সিরিয়ালটি বন্ধ হয়ে যাওয়ার খবরে বেশ মুষড়ে  পড়েছেন অনুরাগীরা। প্রসঙ্গত এখনও পর্যন্ত জি বাংলার  পর্দায় সম্প্রচারিত সবচেয়ে পুরনো ধারাবাহিক জগদ্ধাত্রী। তাই এই সিরিয়াল শেষ হয়ে যাওয়ায় এবার বেজায় মন খারাপ অনুরাগীদেরও।


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর