বলিউডের একমাত্র অভিনেত্রী, যাঁর রয়েছে আস্ত একটা দ্বীপ! চমকে দেবে নাম

বাংলা হান্ট ডেস্ক : নাম-যশ-খ্যাতির হাত ধরেই বলিউড (Bollywood) তারকাদের ঝুলিতে আসে বিরাট অর্থ-সম্পত্তি। তাই গাড়ি-বাড়ি-টাকা-পয়সা কোন কিছুরই অভাব নেই বলিউড (Bollywood) সেলেবদের। আর এখনকার দিনে নায়কদের পাশাপাশি মোটা টাকার পারিশ্রমিক পেয়ে  থাকেন নায়িকারাও। তাই টাকা-পয়সার দিক দিয়ে কোন অংশ পিছিয়ে নেই বলিউড (Bollywood) অভিনেত্রীরাও।

বলিউডের (Bollywood) এই অভিনেত্রীই আস্ত একটা আইল্যান্ড-এর মালকিন

তবে দামি বাড়ি গাড়ি তো সকলেরই আছে কিন্তু জানলে অবাক হবেন বলিউডে (Bollywood) রয়েছেন এমন একজন জনপ্রিয় অভিনেত্রী যিনি আস্ত একটা দ্বীপের  মালকিন। হ্যাঁ ঠিকই শুনছেন ইনি হলেন বলিউডের একমাত্র সুন্দরী অভিনেত্রী যাঁর  রয়েছে একেবারে নিজস্ব একটি আইল্যান্ড। এই পর্যন্ত পড়ে অনেকে অনেকেই হয়তো ভাবছেন এই অভিনেত্রী নিশ্চয়ই বলিউডের কোন সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীই হবেন।

কিন্তু জানলে অবাক হবেন এই তালিকায় ঐশ্বর্য রায়, প্রিয়াঙ্কা চোপড়া, কিংবা দীপিকা পাড়ুকোন-এর কেনো বড়লোক অভিনেত্রীর নামই নেই। এখানে যে অভিনেত্রীর কথা হচ্ছে এখন তাকে কোন সিনেমায় অভিনয় করতেও দেখা যায় না। অথচ একসময় ইনিই ছিলেন বলিউডের টপ হিরোইন। আসলে এই বলি সুন্দরী আর কেউ নন তিনি হলেন জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez)।

আরও পড়ুন : কথা কিংবা পর্ণা নয়! সব্বাইকে হারিয়ে বাংলার সিরিয়ালের সেরা অভিনেত্রী হলেন ‘মিঠিঝোড়া’র রাই

জ্যাকলিন দীর্ঘ ১৫ বছর ধরে অভিনয় জগতের সাথে যুক্ত রয়েছেন। কিন্তু বক্স অফিসে শেষবার হিট হয়েছিল তাঁর অভিনীত সিনেমা ‘হাউসফুল ৩’।  সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০১৬ সালে। একটা সময় জ্যাকলিন দর্শকদের উপহার দিয়েছেন ‘মার্ডার ২’, ‘হাউসফুল ২’,’রেস ২’ এবং ‘কিক’-এর মতো সিনেমা।

সেসময় তিনি যখন নিজের অভিনয় জীবনে সাফল্যের ঊর্ধ্ব গগনে ছিলেন সেই সময়েই অর্থাৎ ২০১২ সাল নাগাদ শ্রীলংকার উপকূলে একটি প্রাইভেট আইল্যান্ড কিনে রেখেছিলেন জ্যাকলিন। জানা গিয়েছিল এই প্রাইভেট আইল্যান্ডে একটা বিলাসবহুল ভিলা তৈরি করার পরিকল্পনাও করেছিলেন অভিনেত্রী।

Bollywood

তবে সেই ভিলা অভিনেত্রীর নিজের জন্য নাকি ব্যবসার জন্য ব্যবহার করবেন তা জানা যায়নি। শোনা গিয়েছিল পরপর ‘মার্ডার ২’ আর ‘হাউসফুল ২’  সিনেমায় বিরাট সাফল্য লাভের পরেই ৬০০ কোটি ডলার দিয়ে এই প্রাইভেট আইল্যান্ড কিনেছিলেন জ্যাকলিন।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর