বাংলাহান্ট ডেস্ক : মনে করুন আপনি সমুদ্রে প্যাডেল বোটে করে সফর করছেন। হঠাৎ মাঝ সমুদ্রে দেখা মিলল এই মাছের (Fish)। এই ঘটনাটি যদি ঘটে নিঃসন্দেহে আপনি ভাগ্যবান। আবার অনেকের কাছে এই মৎস্য দর্শন ভয়ের কারণ। অনেকে মনে করেন এই মাছের দেখা পাওয়া মানেই ধরে নিতে হবে বড় কোনও প্রাকৃতিক দুর্যোগ আসন্ন। আমরা কথা বলছি অরফিশ নিয়ে।
মাছের (Fish) ভবিষ্যৎ দর্শন
এই মাছটি (Fish) অবশ্য আরো অধিক পরিচিত ডুমসডে ফিশ নামে। ক্যালিফোর্নিয়ার (California) কাছে সমুদ্রে দেখতে পাওয়া গেছে আড়াই ফুট লম্বা পাতলা চেহারার এই মাছটিকে। তারপর খবর যায় ন্যাশনাল ওসিয়ানিক অ্যান্ড অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন-এর কাছে। তারা এসে উদ্ধার করে এই মাছটি (Fish)। বিশেষজ্ঞরা বলছেন, সমুদ্রের অনেক গভীরে বসবাস করে এই মাছ।
আরোও পড়ুন : এই গ্রাম যেন ঘুমের দেশ! কাজের মাঝে হাঁটতে হাঁটতেই চোখ বুজে যায় মানুষজনের, কেসটা কী?
সাধারণত জলের উপরিভাগে এরা আসেনা। তাই খুব একটা দেখা পাওয়া যায় না এই মাছের। পাতলা চেহারার এই মাছে কাঁটা থাকে অনেক কম। অন্যান্য মাছে যেমন শিরদাঁড়ার মত কাঁটা থাকে, আরফিশে তা থাকে না। জানা যায়, নিজেদের ইচ্ছামত এই মাছ গুটিয়ে ফেলতে পারে নিজের শরীর। এই মাছটি (Fish) উদ্ধার করা হয় গত ১০ ই আগস্ট।
তার দুদিন পরই ভয়াবহ ভূমিকম্পের সম্মুখীন হয় লস অ্যাঞ্জেলস। এই মাছটিকে (Fish) পরীক্ষা করে বিজ্ঞানীরা জানার চেষ্টা করছেন যে সেটি কীভাবে আসন্ন প্রাকৃতিক দুর্যোগের আভাস দেয়। অনেকের মতে, আরফিশ দেখতে পাওয়া মানেই বড় কোনও প্রাকৃতিক দুর্যোগের সূচনা। প্রযুক্তি নির্ভর দুনিয়াতে দাঁড়িয়েও বহু মানুষ এখনো বিশ্বাস করেন এই মাছকে নিয়ে প্রচলিত থাকা জনশ্রুতি।