এই পাঁচ খেলোয়াড়ের কাঁধেই থাকবে ভারতের টি-২০ বিশ্বকাপ জয়ের দায়িত্ব

বাংলা হান্ট ডেস্কঃ এই মুহূর্তে গোটা বিশ্বের নজর সংযুক্ত আরব আমিরশাহীতে হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে। অন্যান্য দলের মতো ভারতীয় দলের লক্ষ্য সেদিকেই কারণ 2007 সালে উদ্বোধনী টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর কোন টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারেনি ভারত। আর তাই এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে মরিয়া বিরাটব্রিগেড। তবে এই টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে জিততে হলে এই পাঁচ খেলোয়ারকে ভালো পারফরম্যান্স করতেই হবে।

১) রোহিত শর্মা:

n2908050206569df7a8696e51bac503801e16e0919a433b3f8eaf2769fb8ed4735156a00d1 1

সম্প্রতি রোহিত শর্মার পারফরম্যান্স খুব একটা ভালো হচ্ছে না। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে জিততে হলে এই রোহিত শর্মার ফর্মে ফেরাটা খুবই জরুরি। কারণ দুবাইয়ে রোহিতের মত ব্যাটসম্যানের প্রয়োজন রয়েছে ভারতের।

২) যাসস্প্রীত বুমরাহ:

bumrah test getty new 1610605827615 1610605840786 1

গত কয়েক মাস ধরে সেই পুরনো ছন্দে পাওয়া যাচ্ছে না বুমরাহকে। বুমরাহের খারাপ ফর্মের জন্য ভুগতে হচ্ছে ভারতীয় দলকেও। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলকে ভালো কিছু করতে হলে বুমরার সেই ভয়ঙ্কর বোলিং প্রয়োজন।

৩) রবীন্দ্র জাদেজা:

jadeja pti 1570455350 3

কোন বড় টুর্নামেন্ট জিততে হলে ব্যাটসম্যান, বোলারদের পাশাপাশি দলের অলরাউন্ডারদেরও বড় ভূমিকা নিতে হয়। আর এই মুহূর্তে ভারতীয় দলের সবচেয়ে বড় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। টি-টোয়েন্টি বিশ্বকাপে জাদেজা যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তা বলাই বাহুল্য।

৪) শ্রেয়াস আইয়ার: সম্প্রতি চোটের কারণে দলের বাইরে রয়েছেন শ্রেয়াস আইয়ার। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মিডল অর্ডারে বড় ভূমিকা পালন করতে হবে শ্রেয়াসকে।

৫) হার্দিক পান্ডিয়া:

n2894536289166cdf8b5f23d8628a13913c7389a0b728a4b684d0ebb72707ceefdaf29c8f8

চোট সারিয়ে দলে ফেরার পর থেকে হার্দিক পান্ডিয়া শুধু ব্যাটিং করেন, বোলিং সেই ভাবে করেন না। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতকে জিততে হলে হার্দিক পান্ডিয়ার ব্যাটিং ও বোলিং দুটিই প্রয়োজন ভারতের।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর