বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস পূর্তির দিনে সচিন টেন্ডুলকার থেকে শুরু করে বিরাট কোহলি, রোহিত শর্মারা ভারতীয় নাগরিকদের অভিনন্দন জানিয়েছেন। শুধুমাত্র তারাই না, ভারতে ক্রিকেট খেলতে এসে দুর্দান্ত ভালোবাসা পাওয়া বেশ কিছু বিদেশি ক্রিকেটার এই স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতকে নিজেদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। এই তালিকায় রয়েছে কেভিন পিটারসন থেকে শুরু করে এবি ডিভিলিয়ার্সের মতো বড় বড় নাম। তাদের সকলের শুভেচ্ছা বার্তা গুলোই নিচে তুলে ধরা হলো কিন্তু শুধুমাত্র যেহেতু পিটারসেন তার শুভেচ্ছা বার্তাটি একটি ভারতীয় ভাষায় জানিয়েছেন তাই তার বার্তার ওপর বিশেষ করে আলোকপাত করা হলো।
পিটারসেন হিন্দিতে টুইট করে নিজের শুভেচ্ছাবার্তাটি জানিয়েছেন। তিনি লিখেছেন, “৭৫ তম স্বতন্ত্রতা দিবস কি শুভকামনায়ে, ভারত। গর্ব করো ওর লাম্বা খাড়া রাহো। আপ সবহি কে লিয়ে এক বেহতার কাল কা নির্মাণ হো রাহা হ্যায়।” এর অর্থ হলো শুভ ৭৫তম স্বাধীনতা দিবস ভারত। গর্ব অনুভব করুন এবং এভাবেই নিজেদের ধরে রাখুন। আপনাদের সবার জন্য একটি উজ্জ্বল ভবিষ্যত তৈরি হচ্ছে।
75वें स्वतंत्रता दिवस की शुभकामनाएं, भारत। गर्व करो और लंबा खड़े रहो। आप सभी के लिए एक बेहतर कल का निर्माण कर रहे हैं! ❤️ 🇮🇳
— Kevin Pietersen🦏 (@KP24) August 15, 2022
বাকি জনপ্রিয় ক্রিকেটারদের মধ্যে জস বাটলার, এবি ডিভিলিয়ার্স, কেন উইলিয়ামসন, কাগিসো রাবাদাদের বার্তাগুলি একটি ভিডিওতে সম্মিলিত অবস্থায় এবি নিজে টুইট করেছেন। সেটি এখানে তুলে ধরা হলো:
Happy 76th #Independence day India!
I feel loved every time I play in India, no matter which team I play for
Congratulations on #75NotOut from all of us!@BCCI @IPL @Dream11 @josbuttler @jbairstow21 #kanewilliamson @faf1307 @KagisoRabada25 pic.twitter.com/k264vh5r7k— AB de Villiers (@ABdeVilliers17) August 15, 2022