একশ কোটি টাকার সম্পত্তি ছেড়ে আট বছর বয়সেই সন্ন্যাসী হলেন এই কন্যা! কারণ জানলে অবাক হবেন

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি নজিরবিহীন ঘটনা সামনে এল গুজরাট (Gujarat) থেকে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, সেখানকার সুরাট (Surat) জেলার এক হিরে ব্যবসায়ীর কন্যা মাত্র ৮ বছর বয়সেই সন্ন্যাসের পথ বেছে নিয়েছেন। হ্যাঁ, প্রথমে বিষয়টি জেনে অবাক হয়ে গেলেও এবার ঠিক এই ঘটনাই ঘটেছে। এমনিতেই ৮ বছর বয়সে বাকি শিশুরা সাধারণত খেলাধুলা এবং পড়াশোনার মাধ্যমেই সময় অতিবাহিত করে। কিন্তু ১০০ কোটি টাকার উত্তরাধিকারী হয়েও ওই হিরে ব্যবসায়ীর কন্যা সকলের কাছে এক বিরল নজির তৈরি করেছেন।

জানা গিয়েছে, ওই কন্যার নাম দেবাংশী সংঘভি। হিরে ব্যবসায়ী ধনেশ সংঘভির দুই মেয়ের মধ্যে দেবাংশীই বড়। পাশাপাশি, তাঁর ছোট মেয়ে কাব্যার বয়স হল মাত্র পাঁচ বছর। দেবাংশী ৩৬৭ টি দীক্ষা কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। এরপরে তিনি সন্ন্যাস নেওয়ার সিদ্ধান্ত নেন। এমতাবস্থায়, জৈন ধর্মের আচার্য বিজয় কীর্তিযশসুরি দেবাংশীকে দীক্ষা দেন।

বিশাল মিছিলে সামিল ছিল হাতি এবং ঘোড়াও: এদিকে, হিরে ব্যবসায়ী ধনেশ সংঘভির কন্যা দেবাংশীর সন্ন্যাস নেওয়ার অনুষ্ঠান উপলক্ষ্যে গত মঙ্গলবার হাতি এবং ঘোড়ার একটি বিশাল মিছিল বের করা হয়েছিল। এর আগে বেলজিয়ামেও একই ধরণের মিছিল বের করেছিল পরিবারটি।

উল্লেখ্য যে, ওই পরিবারটি সংঘভি অ্যান্ড সন্স নামে একটি সংস্থা চালায়। যেটি প্রাচীনতম হিরে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলির মধ্যে অন্যতম একটি। এই কোম্পানির টার্নওভার কয়েক কোটি টাকা। এমতাবস্থায়, দেবাংশী সন্ন্যাসের পথে না হাঁটলে আগামী দিনে তিনিই এই কোটি টাকার হিরে ব্যবসার মালিক হতেন। এদিকে, দেবাংশীর বাবা ধনেশ সংঘভি তাঁর বাবা মোহনের একমাত্র ছেলে।

whatsapp image 2023 01 18 at 3.38.08 pm

কখনও দেখেননি সিনেমা, যাননি রেস্টুরেন্টেও: দেবাংশীর আত্মীয়দের তরফে জানা গিয়েছে, দেবাংশী শৈশব থেকে কখনও কোনো রেস্টুরেন্টে যাননি। শুধু তাই নয়, দেবাংশী আজ পর্যন্ত কোনো সিনেমাও দেখেন নি। এমতাবস্থায়, ধনেশ, তাঁর স্ত্রী অমি এবং দুই মেয়েই ধর্মীয় নির্দেশ অনুযায়ী একদম সহজ এবং অনাড়ম্বর জীবনযাপন করেন। ছোটবেলা থেকেই দিনে তিনবার পুজো করেন দেবাংশী। এই প্রসঙ্গে ওই অনুষ্ঠানের আয়োজকদের মধ্যে একজন জানান, এত বিশাল ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হওয়া সত্বেও পরিবারটি অনাড়ম্বর জীবনযাপন করে। পাশাপাশি, তাঁদের কন্যারাও পার্থিব সকল ভোগ-বিলাস থেকে দূরে থাকতে চান।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর