শীঘ্রই রাহুল দ্রাবিড়ের জায়গা নিতে চলেছেন এই মহান ভারতীয় ক্রিকেটার, সিলমোহর BCCI-র

বাংলা হান্ট ডেস্কঃ মিস্টার পারফেক্ট, দ্য ওয়াল … যাই বলুন না কেন, রাহুল দ্রাবিড়কে (Rahul Dravid) সম্মান জানানোর জন্য এই ভারী ভারী শব্দগুলোও কেমন যেন হালকা হয়ে যায়। বর্তমানে রাহুল দ্রাবিড় ভারতের জাতীয় দলের (India National Cricket Team) কোচের ভূমিকা পালন করছেন। রবি শাস্ত্রী জাতীয় দলের কোচ থেকে সরে যাওয়ার পর ওনাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। আর রাহুল দ্রাবিড় জাতীয় দলের কোচ হওয়ার পর এনসিএ (National Cricket Academy) প্রধানের পদ ছেড়ে দিয়েছেন।

প্রাক্তন মহান ভারতীয় ক্রিকেটার (Cricketer) ভিভিএস লক্ষ্মণ (VVS Laxman) এবার রাহুল দ্রাবিড়ের সেই ছেড়ে যাওয়া যাওয়ায় বসতে চলেছেন। এবার ন্যাশানাল ক্রিকেট অ্যাকাডেমির প্রধান হবেন ভিভিএস লক্ষ্মণ। ১৩ ডিসেম্বর থেকে তিনি  এনসিএ প্রধানের দায়িত্ব পালন করবেন। BCCI-র বার্ষিক সভায় এই সিদ্ধান্তে সিলমোহর দেওয়া হয়েছে।

কলকাতায় হওয়া BCCI-র বৈঠকে লক্ষ্মণের সঙ্গে অপ্রাক্তন অস্ট্রেলিয়ান বোলার ট্রয় কুলিকে ন্যশানাল ক্রিকেট অ্যাকাডেমিতে বোলিং কোচ হিসেবে নিযুক্ত করছে BCCI।

বিসিসিআই-এর এক আধিকারিক এই বিষয়ে গোপনীয়তার শর্তে পিটিআই-ভাষাকে বলেন, ‘লক্ষ্মণের সঙ্গে ইতিমধ্যেই চুক্তি হয়ে গেছে। নিউজিল্যান্ড ও ভারতের মধ্যে দ্বিতীয় টেস্ট চলছে। লক্ষ্মণের এটাই শেষ মিডিয়ার দায়িত্ব। তিনি 13 ডিসেম্বর থেকে বেঙ্গালুরুতে NCA-তে যোগ দেবেন। অনূর্ধ্ব-১৯ আইসিসি বিশ্বকাপে কিছু সময়ের জন্য ওয়েস্ট ইন্ডিজেও থাকবেন তিনি।”

kumble laxman

বিসিসিআইয়ের আধিকারিক জানিয়েছেন যে, এনসিএ কোচ হৃষিকেশ কানিটকার বা সিতাংশু কোটকের মধ্যে একজন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতীয় দলের প্রধান কোচের ভূমিকা পালন করবেন। তিনি বলেন, “আমরা এনসিএর সমস্ত কোচিং নিয়োগ চূড়ান্ত করেছি এবং এর রূপরেখা প্রস্তুত করা হয়েছে।”

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর