পাল্টে যাবে বাংলার ভোল! রাজ্যে ৫ বছরে ১৫,০০০ কোটির বিনিয়োগ করতে প্রস্তুত এই গ্রুপ

বাংলাহান্ট ডেস্ক : বিনিয়োগের জোয়ার আসতে চলেছে বাংলায় (West Bengal)। আগামী পাঁচ বছরে পশ্চিমবঙ্গে প্রায় ১৫ হাজার কোটি টাকারও বেশি বিনিয়োগ আসতে চলেছে। স্বাস্থ্য পরিষেবা, আতিথেয়তা, পর্যটন, আবাসিক এবং বাণিজ্যিক রিয়েল এস্টেটের মতো পাঁচটি সেক্টরে বিপুল পরিমাণে বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে নামজাদা সংসূ। এর জেরে বাংলার (West Bengal) সামগ্রিক উন্নতি হবে বলেই আশাবাদী ওয়াকিবহাল মহল।

বাংলায় (West Bengal) বিপুল বিনিয়োগের প্রতিশ্রুতি এই সংস্থার

কলকাতায় অষ্টম বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যবাসীর কাছে এমনি প্রতিশ্রুতি দিয়েছেন অম্বুজা নেওটিয়া গ্রুপের চেয়ারম্যান হর্ষবর্ধন নেওটিয়া। ব্যবসা বান্ধব পরিবেশ গড়ে তোলার জন্য রাজ্য সরকারের প্রশংসা করেন তিনি। তিনি বলেন, রাজ্যের (West Bengal) বর্তমান পরিবেশ বিনিয়োগের ক্ষেত্রে অনুঘটক হিসেবে কাজ করছে। উল্লেখ্য, গল্ফ থিমযুক্ত টাউনশিপও নিয়ে আসছে এই সংস্থা। মোট পাঁচটি খাতে বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে অম্বুজা নেওটিয়া গ্রুপ। রাজ্য জুড়ে তিনটি নতুন হাসপাতাল তৈরির কথা জানিয়েছে তারা।

This group is ready to invest in West Bengal

কোন খাতে হবে বিনিয়োগ: কলকাতায় তিনটি এবং দূর্গাপুর ও শিলিগুড়িতে একটি করে হাসপাতাল স্থাপন করা হবে। ১৩০০ শয্যাবিশিষ্ট এই হাসপাতাল গুলি দুটির কাজ শুরু হয়ে গিয়েছে এবং বাকি তিনটি শুরু হবে। মোট ১৫০০ কোটি টাকা বিনিয়োগ হবে এই খাতে। আতিথেয়তা এবং পর্যটন খাতে ২৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে সংস্থা। বাংলার (West Bengal) পর্যটন ল্যান্ডস্কেপ আরো বাড়াতে দার্জিলিং, কালিম্পং, লাটাগুড়ি, দিঘা, সুন্দরবন, শান্তিনিকেতন ও রায়চকের মতো জায়গায় প্রিমিয়াম হোটেল তৈরি করা হবে। এখানে ৬০০ টি ফাইভ স্টার রুম এবং কলকাতায় ও শিলিগুড়িতে ৮০০ টি ঘর বিশিষ্ট দুটি কনভেনশন হোটেল তৈরি করা হবে। এক্ষেত্রে তাজ হোটেলের সঙ্গে অংশীদারিত্বে এই সার্কিট তৈরি করবে সংস্থা।

আরো পড়ুন : শুরুর আগেই শিকেয় উঠল জি এর নতুন মেগা, যেকোনো সময় বন্ধ হতে পারে ৪ টি চলতি সিরিয়াল!

কী প্রোজেক্ট হতে চলেছে বাংলায়: ৫০০০ কোটি টাকা বিনিয়োগে গল্ফ থিমযুক্ত টাউনশিপ তৈরি করবে সংস্থা। এটি বাংলার (West Bengal) প্রথম আন্তর্জাতিক মানের গল্ফ টাউনশিপ হতে চলেছে। এখানে থাকবে এটি ১৮ হোলের গল্ফ কোর্স, গল্ফ ভিউ ভিলা, অ্যাপার্টমেন্ট, একটি গল্ফ হোটেল, একটি ক্লাব হাউস থাকছে। মোট ২৪০ একর জায়গা জুড়ে হতে চলেছে এই প্রোজেক্ট।

আরো পড়ুন : PoK-তে লস্কর-জৈশের সাথে গোপন বৈঠক! ভারতের দোরগোড়ায় পৌঁছে গেল ভয়ঙ্কর হামাস

এছাড়াও ৯ টি বড় রিয়েল এস্টেট প্রোজেক্টে আবাসিক এবং বাণিজ্যিক খাতে মোট ১০.৫ মিলিয়ন বর্গফুট বিল্ট স্পেস করতে চলেছে এই সংস্থা। আগামী চার পাঁচ বছরের মধ্যেই লক্ষ্য পূরণ হতে চলেছে অম্বুজা নেওটিয়া গ্রুপের। সবথেকে বেশি অর্থ বিনিয়োগ হচ্ছে এই খাতেই, যা হল ৬৫০০ কোটি টাকা।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর