চশমা আবার তার উপর আবার পাওয়ার দেওয়া, শো অফ করতে গিয়ে গোবোরে মুখ থুবরে পড়ল যুবক

 

বাংলা হান্ট ডেস্ক :- ঘটনাটির কেন্দ্রবিন্দু হল পায়রাডাঙা। বছর ১৭ এর অভিষেক শো অফ করতে গিয়ে সবার সামনেই মুখ থুবড়ে পড়ল গোবোরে।

জানা গিয়েছে, গতকাল দুপুরে কাছেই একটি বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ ছিল তার। যথেষ্ট আকর্ষণীয় ভাবে সেজেও নিজেকে সুন্দর লাগছিলনা তার। তাই, টেবিলে থাকা দাদার – ১.২৫ এর পাওয়ার আলা একটি চশমা চোখে দিয়ে নিজেকে তার সুন্দর লাগে তার। তাই লুকিয়ে চশমাটি চোখে দিয়ে বের হয় সে।

 

চশমাটি চোখে দিয়ে বুঝতে পারে সে এভাবে ঝাপসা ভাবে চোখে দেখে রাস্তা চলা তার পক্ষ্যে অসম্ভব। কিন্ত বন্ধুদের দেখানোর টানেই তার মনের জোড় আরো বেড়ে যায়। কিন্ত এই জোড় ই যে তাকে এভাবে বিপদে ফেলে দেবে তা হয়তো স্বপ্নেও কখনও ভাবেনি অভিষেক। ওভাবে রাস্তা দিয়ে পথ চলতে চলতে হঠাৎই স্টেশন যাওয়ার রাস্তায় বাজারের মুখে পরে থাকা গোবোরে পা পিছলে হুরমুরিয়ে তার মধ্যে পড়ে যায় সে।

d2d22 img 20190527 wa0040

এতে অল্প তার মাথায় ও হাতে আঘাত লাগে। স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা একটি প্রাথমিক চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলে তাকে।

সম্পর্কিত খবর