বাংলা হান্ট ডেস্ক : রউফ আহমেদ দার পরিচয় একজন পেশাদার গাইড। বর্তমানে তার পরিচয় যিনি নিজের জীবন বিপন্ন করে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে ফিরিয়ে এনেছেন পাঁচ পর্যটককে।
শুক্রবার সন্ধ্যায় পহেলগামে লিডার নদীতে র্যাফটিং করার প্রস্তুতি নিচ্ছিলেন পাঁচ পর্যটক। তাঁদের মধ্যে তিন জন স্থানীয়। দু’জন পশ্চিমবঙ্গের। তাঁরা দম্পতি মণীশকুমার সরাফ এবং শ্বেতা সরাফ। আচমকা ঝোড়ো হাওয়ায় লিডার নদীতে উল্টে যায় নৌকো। জলে পড়ে যান পাঁচ পর্যটক। সেই সময় নিজের জীবনের বাজি রেখে নদীতে ঝাঁপ দেন পেশাদার গাইড দার। সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বাঁচান পাঁচ পর্যটককে। কিন্তু নিজে বাঁচতে পারেননি তিনি। ডুবে মৃত্যু হয় দারের।
রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং স্থানীয় পুলিশ দারকে বাঁচানোর চেষ্টা করলেও সফল হয়নি। দারের দেহ উদ্ধার করা হয় শনিবার। ময়না-তদন্তের পরে পরিবাররের হাতে তুলে দেওয়া হয়েছে ৩২ বছরের দারের দেহ।প্রশাসন চার লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে দারের পরিবারকে। তার মৃত্যুর জন্য দুঃখ প্রকাশের পাশাপাশি দারের সাহসিকতার প্রশংসা করেছেন জম্মু-কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক।