বিরাট দাপট, পাকিস্তানের এই হিন্দু রাজার সামনে টু-শব্দ করতে পারেন না মুসলমানরাও, চমকে দেবে পরিচয়

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান প্রতিবেদনে আজ আমরা পাকিস্তানের (Pakistan) এমন একটি হিন্দু রাজপরিবার সম্পর্কে জানাবো যেটি সম্পর্কে জেনে অবাক হবেন প্রত্যেকেই। মূলত, পাকিস্তানের সিন্ধু প্রদেশের অমরকোট শহরে ওই পাকিস্তানি হিন্দু রাজপরিবারের বাস। কর্ণী সিং সোধা হলেন অমরকোটের রানা। যিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্বের পাশাপাশি পাকিস্তানের শাহী সোধা পরিবারের বর্তমান শাসক। তিনি রানা হামির সিংহের পুত্র, যিনি কর্ণীর আগে রাজপরিবারের শাসক ছিলেন।

পাকিস্তানে (Pakistan) বিরাট দাপট এই হিন্দু রাজার:

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, সোধা পরিবার পারমার রাজবংশের একটি শাখা হিসেবে পরিচিত। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ওই পরিবারের একটি সমৃদ্ধ ঐতিহাসিক পটভূমি রয়েছে। ভারত ও পাকিস্তান (Pakistan) ভাগের পর রানা হামির সিং রাজনীতিতে যোগ দেন। এদিকে, রানা হামির সিংয়ের বাবা চন্দ্র সিং পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রতিষ্ঠাতা সদস্য হিসেবেও পরিচিত।

 This Hindu king has great influence in Pakistan.

প্রসঙ্গত উল্লেখ্য, কর্ণী সিংয়ের পিতা রানা হামির সিং একজন রাজনৈতিক নেতা ছিলেন এবং পাকিস্তানের (Pakistan) জাতীয় পরিষদে বেশ কয়েকবার দায়িত্ব পালন করেন। তিনি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর অত্যন্ত ঘনিষ্ঠও ছিলেন। এর পাশাপাশি রানা হামির সিং পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য এবং মন্ত্রীর পদেও বহাল ছিলেন। কিন্তু, ১৯৯০ সালে তিনি পিপিপি ছেড়ে পাকিস্তান হিন্দু পার্টি গঠন করেন।

আরও পড়ুন: “বাংলাদেশে ফিরলে তাঁকে স্বাগত, তবে….”, হাসিনার প্রত্যাবর্তনের প্রসঙ্গে অন্তর্বতী সরকার রাখল বিশেষ শর্ত

সোধা পরিবারের সদস্যরা এখনও রাজনৈতিক ক্ষমতায় রয়েছেন এবং কর্ণী সিং নিজে রাজনীতি ও সোশ্যাল নেটওয়ার্কে পাকিস্তানের (Pakistan) সংখ্যালঘুদের অধিকারের জন্য প্রচার চালাচ্ছেন। ২০১৫ সালে, কর্ণী সিং পদ্মিনী রাঠোরকে বিয়ে করেছিলেন। যিনি রাজস্থানের রাজপরিবারের সদস্যা।

আরও পড়ুন: এবার গভীর সঙ্কটে চিন! এই কারণে বিদেশি বিনিয়োগকারীরা ফেরাচ্ছে মুখ, প্রবল চাপে জিনপিং সরকার

জানিয়ে রাখি যে, সোধা পরিবার এখনও অমরকোটে অত্যন্ত সম্মানিত। যদিও, তাঁরা সেখানে অল্প সংখ্যক হিন্দু হিসেবে বিবেচিত হন, তবুও, সংশ্লিষ্ট এলাকার অধিকাংশ মুসলমানের সাথে তাঁদের সুসম্পর্ক বজায় রয়েছে। হিন্দু রাজা এবং রাজনৈতিক নেতা হওয়া সত্বেও তাঁরা প্রত্যেকের সাথেই ইতিবাচক সম্পর্ক বজায় রেখেছেন। আর এই সম্পর্ক এটাই প্রমাণ করে যে পাকিস্তানের (Pakistan) মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে সোধা পরিবারের একটি বিশেষ অবস্থান রয়েছে এবং ওই পরিবারের সদস্যরা বর্তমানে “ইতিহাসের রক্ষক” হিসেবে বিবেচিত হচ্ছেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর