বাংলা হান্ট ডেস্ক: ৫,০৫৫ দিনের ব্যবধানে এবার ফের একটি ঘটনার পুনরাবৃত্তি ঘটতে চলেছে টিম ইন্ডিয়ায় (India National Cricket Team)। হ্যাঁ, প্রথমে এই বিষয়টি পড়ে কিছুটা অবাক হলেও এটা কিন্তু একদমই সত্যি। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, IPL শেষ হলেই ভারতীয় দল ইংল্যান্ড সফরে পাড়ি দেবে। আর এই সফরেই ৫০৫৫ দিন পর এমন একটি ঘটনা ঘটবে যেটি ইতিমধ্যেই উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।
৫,০৫৫ দিন পরে টিম ইন্ডিয়ায় (India National Cricket Team) ফের ঘটবে এই ঘটনা:
৫০৫৫ দিন আগে কী ঘটেছিল: প্রথমেই জেনে নিতে হবে ৫,০৫৫ দিন আগে অর্থাৎ ২০১১ সালের ১৮ অগাস্টে ঠিক কী ঘটেছিল? আসলে ভারতীয় দল (India National Cricket Team) সেই সময়ে ইংল্যান্ড সফরে ছিল। যেখানে সিরিজের চতুর্থ টেস্টটি ওভাল মাঠে খেলা হয়।
এদিকে, ওই ম্যাচটি ১৮ অগাস্ট ২০১১ তারিখে শুরু হয়। ওটাই ছিল শেষ টেস্ট ম্যাচ যেখানে রোহিত, বিরাট বা অশ্বিন কেউই টিম ইন্ডিয়ার (India National Cricket Team) প্লেয়িং ইলেভেনে ছিলেন না। ভারত ওই ৩ জন তারকা খেলোয়াড় ছাড়াই সেই টেস্ট খেলেছিল। ওই টেস্টে ইংল্যান্ড ইনিংস ও ৮ রানে জিতেছিল।
আরও পড়ুন: ভারতীয় সেনাবাহিনীতে বড় পদ পেলেন “গোল্ডেন বয়” নীরজ চোপড়া! এবার সামলাবেন এই দায়িত্ব
এমতাবস্থায়, ৫০৫৫ দিন পর অর্থাৎ ২০ জুন ২০২৫ তারিখে ১৪ বছর পর আবার একই দৃশ্য দেখা যাবে। টিম ইন্ডিয়া (India National Cricket Team) এবারও ইংল্যান্ড সফরে হবে। যেখানে ২০ জুন ২০২৫ তারিখে প্রথম টেস্ট খেলতে হেডিংলির মাঠে নামার সাথে সাথেই ৫০৫৫ দিন আগের দৃশ্য ক্রিকেট অনুরাগীদের চোখের সামনে ভেসে উঠবে। কারণ এবারও টিম ইন্ডিয়ার প্লেয়িং ইলেভেনে থাকবেন না রোহিত, বিরাট এবং অশ্বিন। কারণ, এই তিন ভারতীয় খেলোয়াড় এখন টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন।
একই দলের বিরুদ্ধে অভিষেক এবং অবসর: সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল রোহিত, বিরাট এবং অশ্বিনের মধ্যে কিছু মিল আছে। প্রথমত, এই ৩ জন খেলোয়াড়ই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেক করেছিলেন। অন্যদিকে এই ৩ জন খেলোয়াড়ই অবসরের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁদের শেষ টেস্ট খেলেছিলেন। ওই ৩ জনই তাঁদের শেষ ম্যাচ বর্ডার-গাভাস্কার ট্রফিতে খেলেছিলেন।
দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও: