বাংলাহান্ট ডেস্ক : আজ আমরা যে সিইও’র কথা জানতে চলেছি তাঁর বেতন (Salary) বিশ্বের সর্বোচ্চ। মাইক্রসফটের সিইও সত্য নাদেলা এবং গুগলের সিইও সুন্দর পিচাইয়ের থেকেও বার্ষিক বেতন বেশি এই ভারতীয় সিইও’র। ‘কোয়ান্টামস্কেপ’ সংস্থার প্রতিষ্ঠাতা এবং প্রাক্তন সিইও জগদীপ সিংয়ের দৈনিক আয় প্রায় ৪৮ কোটি টাকা।
অকল্পনীয় বেতন (Salary) জগদীপ সিংয়ের
একটি রিপোর্ট বলছে, এই ভারতীয় সিইও (Chief Executive Officer) জগদীপের বার্ষিক বেতনের (Salary) পরিমাণ সাড়ে ১৭ হাজার কোটি টাকা। লিঙ্কডইন প্রোফাইলের সূত্র মতে, মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক উত্তীর্ণ হন জগদীপ সিং (Jagdeep Singh)। তারপর তিনি এমবিএ করেন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে।
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর ডিগ্রিও অর্জন করেন ‘কোয়ান্টামস্কেপ’ সংস্থার প্রতিষ্ঠাতা। হিউলেট প্যাকার্ড (এইচপি) এবং সান মাইক্রোসিস্টেম-সহ একাধিক নামজাদা সংস্থায় কাজ করেছেন জগদীপ। তারপর তিনি ১৯৯২ সালে প্রতিষ্ঠা করেন ‘এয়ারসফ্ট’ নামক একটি সংস্থা। ‘কোয়ান্টামস্কেপ’ সংস্থার পথ চলা শুরু ২০১০ সালে।
আরোও পড়ুন : মাত্র ২ সপ্তাহে দেখল ৮ লক্ষ দর্শক, ১৫ দিনে ১২ কোটি তুলে বাংলা ছবিতে নয়া ইতিহাস ‘খাদান’এর
বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি তৈরির কাজ করে থাকে এই সংস্থা। ২০১৮ সালের বিশ্ব বিখ্যাত গাড়ি প্রস্তুতকারী সংস্থা ভোক্সওয়াগেনের সাথে হাত মেলায় ‘কোয়ান্টামস্কেপ।’ ভোক্সওয়াগেন জগদীপের সংস্থায় বিনিয়োগ করে ১০০ মিলিয়ন ডলার। এমনকি এই সংস্থায় বিনিয়োগ রয়েছে বিল গেটসেরও।বেতনের (Salary) সাথে সংস্থার ১৯ হাজার কোটি টাকা শেয়ারের ভাগ রয়েছে জগদীপের।
২০২৪ সালে সংস্থার সিইও পদ থেকে সরে দাঁড়ালেও বর্তমানে জগদীপ সংস্থার বোর্ডের অন্যতম একজন সদস্য। গুগলের মূল সংস্থা ‘অ্যালফাবেট’-এর সিইও সুন্দর পিচাইয়ের বার্ষিক বেতন ১৮৫৪ কোটি টাকার কাছাকাছি। প্রায় ৬৬৫ কোটি টাকা বার্ষিক বেতন পান মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা। তবে ভারতীয় উদ্যোগপতি জগদীপ সিং- এর বেতনের কাছে সবাই নেহাত শিশু।