বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় সিনেমা জগৎ দিন দিন বদলাচ্ছে। আগে যেখানে শুধুমাত্র হিন্দি ইন্ডাস্ট্রি রাজত্ব করত, এখন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিও রীতিমতো বক্স অফিস কাঁপাচ্ছে। শুধু দেশি বক্স অফিস (Box Office) নয়, বিশ্ব বাজারেও লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণী ছবির রমরমা। এমনকি বেশিরভাগ ছবিই অনায়াসে পেরিয়ে যাচ্ছে ১০০ কোটির মাইলফলক।
বক্স অফিসে (Box Office) দাপট চলছে বলিউড এবং দক্ষিণী ছবির
অতীতে কেজিএফ, আরআরআর, বাহুবলীর মতো ছবি বিশ্ব বক্স অফিসে (Box Office) দুর্দান্ত ব্যবসা করেছে। তিনটি ছবিই ১০০ কোটির উপরে ব্যবসা করেছিল। বর্তমানে পরিস্থিতি এমন হয়েছে যে যেকোনো ছবি বক্স অফিসে (Box Office) ১০০ কোটি পেরোবে এমনটাই স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। এভাবেই নির্ধারিত হচ্ছে ছবির সাফল্য। তবে জানেন কি, প্রথম কোন ছবি মুক্তির আগেই ১০০ কোটি টাকার ব্যবসা করেছিল?
মুক্তির আগেই পেরিয়েছিল ১০০ কোটির মাইলফলক: না, এই কৃতিত্বও বলিউডের কাছে নেই। ২০২১ সালে মুক্তি পেয়েছিল দক্ষিণী তারকা মোহনলাল অভিনীত ছবি ‘মরক্কর: লায়ন অফ দ্য আরাবিয়ান সি’। ছবিটিকে ঘিরে উন্মাদনা এতটাই বেশি ছিল যে মুক্তির আগে আগাম টিকিট বুকিং থেকেই ১০০ কোটির ব্যবসা করে ফেলেছিল মরক্কর। সে সময় ৪০০০ এর বেশি স্ক্রিনে মুক্তি পেয়েছিল ছবিটি।
আরো পড়ুন : Firhad Hakim: ‘আল্লাহর আশীর্বাদে আমরাই একদিন সংখ্যাগুরু হব’, প্রকাশ্য মঞ্চে ফিরহাদের মন্তব্যে তোলপাড়
ওটিটি তে রিলিজের কথা ছিল প্রথমে: ছবিটি প্রথমে মুক্তি পাওয়ার কথা ছিল ২০২০ সালে। কিন্তু সে সময় করোনার দাপটে সমস্ত প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে যাওয়ায় ছবির মুক্তি পিছিয়ে যায়। এমনকি ছবির প্রযোজক চেয়েছিলেন ছবিটি ওটিটি তে মুক্তি দিতে, প্রেক্ষাগৃহে নয়। কারণ করোনা পরবর্তী কালে বক্স অফিসে (Box Office) কেমন ব্যবসা করবে তা নিয়ে সন্দিহান ছিলেন তিনি। শেষমেষ ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন এবং চলচ্চিত্র অ্যাকাডেমি মন্ত্রীর কথায় ছবিটি প্রেক্ষাগৃহে রিলিজ করতেই রাজি হন তিনি। আর তাতেই কার্যত ঝড় ওঠে বক্স অফিসে।
আরো পড়ুন : অভিষেকের সঙ্গে বিয়ের পরের বছরই… ঐশ্বর্যকে এক রাতের জন্য পেতে কী করেছিলেন রাষ্ট্রপতি!
ছবিটি পরিচালনা করেছিলেন প্রিয়দর্শন। মোহনলাল ছাড়াও ছবিতে ছিলেন অর্জুন সারজা, সুনীল শেট্টি, মঞ্জু ওয়ারিয়ার, অশোক সেলভান, কীর্তি সুরেশের মতো অভিনেতা অভিনেত্রীরা। একাধিক বার মুক্তির তারিখ পেছোনোর পর ২০২১ এর ডিসেম্বরে মুক্তি পেয়েছিল ‘মরক্কর: লায়ন অফ দ্য আরাবিয়ান সি’।