বাংলা হান্ট ডেস্ক: বিশ্বের প্ৰতিটি কোণায় লুকিয়ে রয়েছে একের পর এক বিষ্ময়। যেগুলি রীতিমতো অবাক করে দেয় সবাইকেই। এমনকি, সেগুলি প্রত্যক্ষ করতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভিড় জমান পর্যটকেরা। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাদের কাছে উপস্থাপিত করছি পৃথিবীর সবথেকে সুন্দর কিছু জায়গার (Beautiful Places In The World) প্রসঙ্গ। যেগুলির সৌন্দর্য মুগ্ধ করে দেবে আপনাকে।
১. বোরা বোরা আইল্যান্ডস (ফ্রেঞ্চ পলিনেশিয়া): বোরা বোরা আইল্যান্ডস হল লিওয়ার্ড দ্বীপপুঞ্জের একটি গোষ্ঠী। লিওয়ার্ড দ্বীপপুঞ্জ আবার ফ্রেঞ্চ পলিনেশিয়ার সোসাইটি দ্বীপপুঞ্জের পশ্চিম অংশ নিয়ে গঠিত। যা প্রশান্ত মহাসাগরের ফরাসি প্রজাতন্ত্রের একটি বৈদেশিক সমষ্টি। বোরা বোরার মোট স্থলভাগের আয়তন হল ৩০.৫৫ বর্গ কিমি।
২. কোয়াই আইল্যান্ডস (হাওয়াই): ভূতাত্বিকভাবে কোয়াই আইল্যান্ডস হল প্রধান হাওয়াইয়ান আইল্যান্ডসের দ্বিতীয় প্রাচীনতম আইল্যান্ডস। এটির আয়তন ৫৬২.৩ বর্গমাইল। এই আইল্যান্ডস হাওয়াইয়ান দ্বীপপুঞ্জের চতুর্থ বৃহত্তম এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ২১ তম বৃহত্তম দ্বীপপুঞ্জ।
৩. নসওয়ানস্টেইন ক্যাসল (জার্মানি): নসওয়ানস্টেইন ক্যাসল হল অস্ট্রিয়ান সীমান্তের ঠিক উত্তরে এবং জার্মানির দক্ষিণে আল্পসের পাদদেশে একটি দুর্গম পাহাড়ের উপর অবস্থিত ১৯ শতকের একটি ঐতিহাসিক প্রাসাদ।
৪. নর্দান লাইটস (আইসল্যান্ড): উল্লেখ্য যে, আইসল্যান্ডে নর্দান লাইটস তথা অরোরা বোরিয়ালিস দেখার উপযুক্ত সময় হল শীতকাল। আইসল্যান্ডে সেপ্টেম্বর থেকে এপ্রিল মাসে পর্যন্ত শীতের মরশুম জুড়ে ওই আলো দেখা যায়। ওই সময়ে দীর্ঘ রাত থাকার ফলে এই দীর্ঘস্থায়ী আলোর ছটা পরিলক্ষিত হয়।
৫. রেইনবো মাউন্টেন (ঝ্যাঙ্গি ড্যানক্সিয়া, চিন): এটি চিনের ঝ্যাঙ্গি ড্যানক্সিয়া জিওপার্কে অবস্থিত রয়েছে। এই মাউন্টেনের রঙিন শিলা সবাইকে আকৃষ্ট করে। এই পার্কটি কিলিয়ান পর্বতমালার উত্তর পাদদেশে লিনজে এবং সুনান কাউন্টিতে অবস্থিত রয়েছে।
৬. লংশেঙ রাইস টেরেস (চিন): এটি চিনের গুইলিন থেকে প্রায় ১০০ কিমি দূরে লংজি শহরে অবস্থিত রয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ৬০০ থেকে ৮০০ মিটার উচ্চতার মধ্যে নদীর তীর থেকে পাহাড়ের চূড়া পর্যন্ত ঢাল বরাবর এই টেরেস ফিল্ড নির্মিত হয়েছে।
৭. Svalbard ( নরওয়ে): জানিয়ে রাখি যে, Svalbard “Spitsbergen” নামেও পরিচিত। এটি হল আর্কটিক মহাসাগরের দ্বীপপুঞ্জ। এটি নরওয়ের উত্তর উপকূল ও উত্তর মেরুর মাঝখানে অবস্থিত রয়েছে।
৮. তাজমহল (ভারত): তাজমহল বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে স্থান করে নিয়েছে। এটি ভারতের উত্তরপ্রদেশের আগ্রায় যমুনা নদীর ডান তীরে অবস্থিত একটি স্মৃতিসৌধ। ১৬৩১ সালে পঞ্চম মোগল সম্রাট শাহজাহান তাঁর স্ত্রী মুমতাজের স্মৃতিতে এটি নির্মাণ করেন।
৯. বাগান মন্দির (মায়ানমার): বাগান হল মায়ানমারের মান্ডালয় এলাকার একটি প্রাচীন শহর এবং UNESCO-র ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। নবম থেকে ত্রয়োদশ শতাব্দী পর্যন্ত ওই শহরটি বাগান রাজ্যের রাজধানী ছিল।
১০. টোরেস ডেল পেইন ন্যাশনাল পার্ক (চিলি): এটি দক্ষিণ চিলির পাতাগোনিয়া পাহাড়, হিমবাহ, হ্রদ এবং নদী নিয়ে গঠিত একটি জাতীয় উদ্যান। দ্যা কর্ডিলেরা ডেল পাইন হল এই পার্কের কেন্দ্রবিন্দু।