চলমান টেস্ট সিরিজের মাঝেই অবসর ঘোষণা এই ভারতীয় খেলোয়াড়ের! নিয়েছেন ৫৪২ টি উইকেট

বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে ভারতীয় ক্রিকেট দল (India National Cricket Team) ইংল্যান্ডের (England) সাথে চলা টেস্ট সিরিজে ব্যস্ত রয়েছে। মোট ৫ ম্যাচের এই টেস্ট সিরিজে ইতিমধ্যেই শেষ টেস্টটি শুরু হতে চলেছে আগামী ৭ মার্চ থেকে। তবে এই আবহেই একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, টিম ইন্ডিয়ার হয়ে খেলা এক ক্রিকেটার অবসরের ঘোষণা করেছেন। যদিও তিনি বর্তমানে দলের সাথে যুক্ত না থাকলেও একটা সময় জাতীয় দলের জার্সিতে দেখা গিয়েছে তাঁকে।

উল্লেখ্য যে, ঝাড়খণ্ডের তারকা ক্রিকেটার শাহবাজ নাদিম (Shahbaz Nadeem) আচমকাই প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। ভারতের হয়ে তিনি খুব বেশি খেলার সুযোগ না পেলেও ঘরোয়া ক্রিকেটে এই বোলারের দুর্দান্ত পারফরম্যান্স রয়েছে। এমতাবস্থায়, লাল বলের ক্রিকেট খেলতে আর দেখা যাবে না তাঁকে। জানিয়ে রাখি, নিজের কেরিয়ারে ভারতের হয়ে তিনি খেলেছিলেন মাত্র ২ টি ম্যাচ। তারপরে তিনি আর দলে সুযোগ পাননি।

   

শাহবাজ নাদিম ঝাড়খণ্ডের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলতেন। তিনি ২০২২-২৩ রঞ্জি মরশুমে রাজস্থানের বিরুদ্ধে তাঁর শেষ প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। এদিকে সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি নিয়েছেন ৫৪২ টি উইকেট। এদিকে, অবসরের পর বিশ্বের বিভিন্ন T20 লিগে খেলার দিকে নাদিমের নজর রয়েছে বলেও জানা গিয়েছে। এই প্রসঙ্গে ৩৪ বছর বয়সী এই খেলোয়াড় বলেন, “আমি অনেক দিন ধরেই অবসরের সিদ্ধান্ত নিয়ে ভাবছিলাম। এখন আমি ক্রিকেটের ৩ টি ফরম্যাট থেকেই অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

 

View this post on Instagram

 

A post shared by Shahbaz Nadeem (@shahbaz1208)

তিনি আরও জানান, “জাতীয় দলে খেলার জন্য বাড়তি তাদিগ দরকার হয়। তাগিদ থাকলে তবেই চাপ নিয়ে নিজেকে অন্য পর্যায়ে নিয়ে যাওয়া যায়। আমি এখন জানি যে, ভারতীয় দলে সুযোগ পাব না এবং এই মুহুর্তে তরুণ খেলোয়াড়দের সুযোগ দেওয়াই ভালো। তবে, বিশ্বের বিভিন্ন T20 লিগে এখন খেলার পরিকল্পনা করছি।”

আরও পড়ুন: টালমাটাল অর্থনীতি! তবুও, প্রতিরক্ষা খাতে ভারতের চেয়ে ৩ গুণ বেশি অর্থ বরাদ্দ চিনের, চমকে দেবে অঙ্ক

কেরিয়ার: উল্লেখ্য যে, ঝাড়খণ্ডের হয়ে খেলা নাদিম তাঁর কেরিয়ারে মোট ১৪০ টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেন। পাশাপাশি, তিনি তুলে নেন ৫৪২ টি উইকেট। এদিকে, তাঁর সেরা পারফরম্যান্স হল ৪৫ রানের বিনিময়ে ৭ টি উইকেট নেওয়া। এর পাশাপাশি, ব্যাট হাতে ১৯১ ইনিংসে ব্যাট করে ১৫.২৯ গড়ে ২,৭৮৪ রান করেছেন তিনি। এছাড়াও, তিনি ২ টি সেঞ্চুরি ও ৮ টি হাফসেঞ্চুরি করেছেন।

আরও পড়ুন: পক্ষপাতিত্ব! শ্রেয়সের বাদের প্রসঙ্গে এবার BCCI-র “আসল রহস্য” ফাঁস করল KKR

এদিকে, আমরা যদি তাঁর জাতীয় দলের পারফরম্যান্স দেখি সেক্ষেত্রে ২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে শাহবাজ ভারতের হয়ে ২ টি টেস্ট খেলেছেন। ২০১৯ সালের অক্টোবরে রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাঁর টেস্ট অভিষেক ঘটে। তারপর, ২০২১ সালের ফেব্রুয়ারিতে চেন্নাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে নিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলেন তিনি। ২ টি টেস্টে মোট ৪ ইনিংসে বোলিং করে ৩৪.১২ গড়ে ৮ উইকেট নিয়েছেন তিনি।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর