IPL-এ “আনসোল্ড” এই ভারতীয় খেলোয়াড় তুলছেন ঝড়! দ্রুততম সেঞ্চুরির পর এবার ৩৬ বলে করলেন বাজিমাত

বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি সম্পন্ন হয়েছে IPL-এর মেগা নিলাম। যেখানে ৫৭৭ জন খেলোয়াড়ের জন্য বিড করা হয়েছিল। কিন্তু মাত্র ১৮২ জন খেলোয়াড় বিক্রি হতে পেরেছেন। অর্থাৎ, নিলামে মোট ৩৯৫ জন খেলোয়াড় “আনসোল্ড” থেকে গেছেন। এমনই একজন খেলোয়াড় হলেন উরভিল প্যাটেল। যিনি মেগা নিলামে দল না পেলেও তারপরেই T20 ক্রিকেটে (T20 Cricket) রীতিমতো দাপট দেখাতে শুরু করেছেন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এক সপ্তাহের মধ্যে তিনি ২ টি ঝোড়ো সেঞ্চুরি করে একটি নতুন রেকর্ড তৈরি করেন।

T20 ক্রিকেটে (T20 Cricket) ঝড় তুলছেন উরভিল:

প্রসঙ্গত উল্লেখ্য যে, সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টে গুজরাটের হয়ে খেলতে গিয়ে গত মাসে ঋষভ পন্থের রেকর্ড ভেঙেছিলেন উরভিল প্যাটেল। মাত্র ২৮ বলে সেঞ্চুরি করে দারুণ কীর্তি গড়েন উরভিল। শুধু তাই নয়, তিনি T20 ক্রিকেটে (T20 Cricket) দ্রুততম সেঞ্চুরি করা ভারতীয় ব্যাটার হিসেবে বিবেচিত হয়েছেন। তিনি ত্রিপুরার বিরুদ্ধে মাত্র ২৮ বলে সেঞ্চুরি করেন এবং এর মাধ্যমে তিনি T20-তে দ্রুততম সেঞ্চুরির পরিপ্রেক্ষিতে ভারতের তারকা খেলোয়াড় ঋষভ পন্থকে দ্বিতীয় স্থানে ঠেলে দেন। এর আগে ৩২ বলে সেঞ্চুরি করার দুর্দান্ত কীর্তি করেছিলেন পন্থ।

ইতিহাস গড়লেন গুজরাটের ব্যাটার: উরভিলের এই ঐতিহাসিক সেঞ্চুরি মাত্র কয়েকদিন আগেই ঘটেছে। কিন্তু, ফের তিনি সবাইকে চমকে দিয়েছেন। সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্ট ২০২৪-এ উত্তরাখণ্ডের বিরুদ্ধে ৩৬ বলে সেঞ্চুরি করেন উরভিল। এইভাবে এক সপ্তাহের মধ্যে সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টে তৃতীয় দ্রুততম সেঞ্চুরি করার কীর্তি গড়েন তিনি।

 This Indian player is doing great in T20 Cricket.

এমতাবস্থায়, সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টে দ্রুততম শীর্ষ-৩ T20 (T20 Cricket) সেঞ্চুরির মধ্যে এখন উরভিলের নামে ২ টি সেঞ্চুরি রয়েছে। ইন্দোরে খেলা এই ম্যাচে, গুজরাটের ব্যাটার মাত্র ৪১ বলে ১১৫ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। যার মধ্যে ৮ টি চার এবং ১১ টি আকাশচুম্বী ছক্কা ছিল।

আরও পড়ুন: হয়ে যান সাবধান! এবার RBI নজর রাখছে এই অ্যাকাউন্টগুলিতে, ব্যাঙ্কগুলিকে দেওয়া হল কড়া নির্দেশ

উরভিলের এই সেঞ্চুরি T20 ক্রিকেটে (T20 Cricket) ভারতীয়দের মধ্যে চতুর্থ দ্রুততম সেঞ্চুরি হিসেবে বিবেচিত হচ্ছে। তবে, তিনি রোহিত শর্মার রেকর্ড ভাঙতে পারেননি। মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করেছিলেন হিটম্যান। এদিকে, উরভিলের এই দুর্দান্ত পারফরম্যান্স দেখে এখন অনেক দলই আফসোস করবে। কারণ মেগা নিলামে “আনসোল্ড” থাকা এই ব্যাটার সৈয়দ মুস্তাক টুর্নামেন্টে একের পর এক ঝোড়ো সেঞ্চুরি করে রেকর্ডের বন্যা তৈরি করবেন তা কারোরই ধারণা ছিল না।

আরও পড়ুন: একেই বলে কপাল! ব্যাঙ্কের চাকরি ছেড়ে অভিনব ব্যবসা শুরু করে ৪০ লক্ষ টাকা আয় করছেন অজয়

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দ্রুততম সেঞ্চুরি:
উরভিল প্যাটেল – ২৮ বলে সেঞ্চুরি
ঋষভ পন্থ – ৩২ বলে সেঞ্চুরি
উরভিল প্যাটেল – ৩৬ বলে সেঞ্চুরি

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর