বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি ড্র হয়েছে। এক সময় ভারত এই ম্যাচ জেতার খুব কাছাকাছি ছিল, কিন্তু নিউজিল্যান্ডের লোয়ার অর্ডারের ব্যাটাররা তা হতে দেয়নি। এখন এই কারণে পরবর্তী টেস্ট ম্যাচে অবশ্যই জিতে নিজের ঘরের মাঠে সিরিজ দখল করতে চায় ভারত। তাই বিশেষ করে প্রথম ম্যাচে বাজে পারফর্ম করা ইশান্ত শর্মা দ্বিতীয় ম্যাচে বাদ পড়া নিশ্চিত।
৩ রা ডিসেম্বর থেকে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুরু হবে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচ। এই ম্যাচ প্রসঙ্গে প্রাক্তন জাতীয় দলের ক্রিকেটার ওয়াসিম জাফর বলেছেন, ইশান্ত শর্মার পরিবর্তে বোলার মহম্মদ সিরাজকে দলে রাখা উচিত। কানপুর টেস্টে ২২ ওভার বল করেও একটি উইকেট নিতে পারেননি ইশান্ত। জাফর বুধবার ইএসপিএনক্রিকইনফোকে বলেছেন, ‘ওয়াংখেড়ে পিচে একটু নড়াচড়া হলে, আপনি তিনজন ফাস্ট বোলারকে খেলতে দেখতে পাবেন এবং দুজন স্পিনারই হয়তো প্রথম একাদশে উপস্থিত থাকবেন।
জাফর বলেছেন উমেশ যাদব, মহম্মদ সিরাজ এবং তিনজন স্পিনারের সমন্বয়ে ভারত দ্বিতীয় টেস্টে নামতে পারে। জাফর আরও বলেছিলেন যে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) নির্বাচক কমিটির গুরুত্বপূর্ণ দক্ষিণ আফ্রিকা সফরের আগে টপ অর্ডারের গুরুত্বপূর্ণ দুই অঙ্গ অজিঙ্কা রাহানে এবং চেতেশ্বর পূজারাকে বাদ দেওয়া উচিত নয়। কানপুর টেস্ট অধিনায়ক রাহানে এবং পূজারা একেবারেই ভালো পারফর্ম করতে পারেননি, এমনকি শ্রেয়স আইয়ার তার অভিষেক টেস্টে শতরান ও অর্ধশতরান করেছিলেন।
জাফর বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকা সিরিজ দেখার পর সিদ্ধান্ত নেওয়া যাবে যে এই দুই ক্রিকেটার দলে থাকবেন কিনা, তবে অবশ্যই রাহানে ও পূজারাকে দক্ষিণ আফ্রিকা সফরের দলে নেওয়া উচিত।’ তবে কানপুরে দুই ইনিংসেই ওপেনার হিসেবে (১৩ ও ১৭) রান করা মায়াঙ্ক আগরওয়ালকে আপাতত বিশ্রাম দেওয়া উচিত বলে তিনি জানান।