১ দিনের ভাড়া ২০ লক্ষ টাকা! বিশ্বের সবচেয়ে দামি হোটেল ঘুরে দেখালেন এই ভারতীয় যুবক, ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্ক: বিশ্বের প্রতিটি দেশেই একাধিক বিলাসবহুল হোটেল দেখা যায়। তবে, সেগুলির মধ্যে এমন কিছু হোটেল রয়েছে যেগুলি সারা বিশ্বের পর্যটকদের কাছে পরিচিত। যদিও, ওই হোটেলগুলির ভাড়া কার্যত সাধারণ মানুষের সাধ্যের বাইরে থাকে। তবে, হোটেলগুলি সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেন সকলেই। প্রসঙ্গত উল্লেখ্য যে, দুবাই (Dubai)-তে এমন একটি হোটেল রয়েছে যেটির শুধুমাত্র একদিনের ভাড়াই হল ভারতীয় মুদ্রায় প্রায় ২০ লক্ষ টাকা। হ্যাঁ, প্রথমে শুনে অবিশ্বাস্য মনে হলেও এটা কিন্তু একদমই সত্যি।

হোটেলটির নাম হল বুর্জ আল আরব (Burj Al Arab)। সম্প্রতি “Crazy XYZ” নামের ভারতের এক জনপ্রিয় ইউটিউব চ্যানেলের প্রধান অমিত শর্মা এই হোটেলটি পরিদর্শন করেন এবং হোটেলটির বিশেষত্ব দর্শকদের সামনে তুলে ধরেন। এই প্রসঙ্গে অমিত জানান যে, কেউ যদি বুর্জ আল আরবে একটি রুম ভাড়া নেন, সেক্ষেত্রে তাঁকে প্রায় ২০ লক্ষ টাকা দিতে হবে। যদিও ওই হোটেলের রুমগুলির ভেতরে আরও অনেক ঘর রয়েছে। এই কক্ষগুলি হাই-টেক সুবিধা দিয়ে সজ্জিত। পাশাপাশি, বাথরুম থেকে বেডরুম পর্যন্ত, প্রতিটি কোণই অবাক করবে সবাইকে। সর্বোপরি, বাথরুমে ব্যবহৃত জিনিসগুলি তৈরি হয়েছে সোনা দিয়ে। এছাড়াও, হোটেলটির ভেতর ও বাইরের দৃশ্যটিও দেখার মতো।

   

জানিয়ে রাখি যে, বুর্জ আল আরবকে বিশ্বের একমাত্র “7 Star Hotel”-ও বলা হয়। ওই হোটেলের ছাদে একটি হেলিপ্যাডও রয়েছে। সুযোগ-সুবিধার দিক থেকে অনেক রেকর্ড এই হোটেলের নামে নথিভুক্ত রয়েছে বলে জানা গিয়েছে।

ইউটিউবার হোটেলের জাঁকজমকটি দেখিয়েছেন: এদিকে, ইতিমধ্যেই ওই হোটেল সংক্রান্ত ভিডিওটি “Crazy XYZ” নামের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে। ওই ভিডিওতে, অমিত দুবাইয়ের বুর্জ আল আরব হোটেলের প্রতিটি অংশ দর্শকদের সামনে উপস্থাপিত করেন। পাশাপাশি, হোটেলের উপর থেকে পুরো শহরের সুন্দর দৃশ্যটিও দেখা যায়। এছাড়া, অমিত নিজেও সেখানকার জাঁকজমকপূর্ণ অবস্থা দেখে অবাক হয়ে যান।

ভিডিওটিতে দেখা গিয়েছে, হোটেলের ঘরগুলি রীতিমতো রাজকীয়ভাবে সাজানো রয়েছে। পাশাপাশি, মেঝেতে বিছানো কার্পেটটি ভারতীয় শৈলীতে ডিজাইন করা হয়েছে। এছাড়াও, বাথরুম, দরজার হাতল, আলমারি, স্তম্ভ সর্বত্রই রয়েছে সোনার প্রলেপ। সর্বোপরি, হোটেলটির ঘরগুলির পর্দা কাজ করে স্বয়ংক্রিয়ভাবে। তবে জানিয়ে দিই যে, এখন এই বিলাসবহুল রুমগুলি বুক করা যাবে না। কারণ, বর্তমানে এগুলি একটি মিউজিয়াম হিসেবে তৈরি করা হয়েছে। তবে, পর্যটকরা তা দেখতে পারেন। যদিও, হোটেলের তুলনামূলক সস্তা রুমগুলিকে ভাড়া নেওয়া যেতে পারে বলে জানিয়েছেন অমিত।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর