বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশের বৃহত্তম ব্যাঙ্কগুলির মধ্যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (Punjab National Bank) হল অন্যতম। এমতাবস্থায়, আপনারও যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে এই প্রতিবেদনটি আপনার জন্য নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে।
ইতিমধ্যেই প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, PNB এবার তার অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য এমন একটি স্কিম পরিচালনা করছে যার মাধ্যমে প্রত্যক্ষভাবে লাভবান হতে পারবেন গ্রাহকেরা। এমতাবস্থায়, আপনিও সহজেই PNB-র এই স্কিমের সুবিধা পেতে পারেন। তবে, সেজন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে।
মূলত, ব্যাঙ্কের তরফে এবার গ্রাহকদের ১০ লক্ষ টাকার সুবিধা প্রদান করা হচ্ছে। এমতাবস্থায়, আপনি এই অর্থের সঠিক ব্যবহারের মাধ্যমে একটি ছোট ব্যবসা শুরু করতে পারেন বা নিজের প্রয়োজন মতো ব্যয় করতে পারেন। জানিয়ে রাখি যে, ব্যাঙ্ক ঋণের আকারে এই সুবিধা দিচ্ছে।
বড়সড় সুবিধা প্রদান PNB-র: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের তরফে কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত PM মুদ্রা যোজনার অধীনে এই বাম্পার সুবিধা প্রদান করা হচ্ছে। যার মাধ্যমে আপনি পেয়ে যাবেন ১০ লক্ষ টাকা পর্যন্ত।
এমতাবস্থায়, আপনি যদি এই সুবর্ণ সুযোগটি হাতছাড়া করেন সেক্ষেত্রে আপনাকে অনুতপ্ত হতে হবে। মূলত, এক্ষেত্রে ধাপে ধাপে ঋণ বন্টন করা হয়। শুধু তাই নয়, আপনি এটির মাধ্যমে ৫০ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত সুবিধা পেতে পারেন গ্রাহকেরা।
ঋণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে নিন: উল্লেখ্য যে, PM মুদ্রা যোজনার অধীনে উপলব্ধ PNB থেকে পাওয়া ঋণ তিনটি ভাগে বিভক্ত রয়েছে। এর মধ্যে প্রথমত, আপনি একটি শিশু ঋণ পেতে পারেন। যেখানে আপনাকে ৫০,০০০ টাকা পর্যন্ত দেওয়া হবে। এছাড়াও রয়েছে কিশোর ঋণ প্রকল্প।
কিশোর ঋণ প্রকল্পের মাধ্যমে আপনি খুব সহজেই ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন। এর পাশাপাশি, তরুণ ঋণ প্রকল্পের অধীনে, আপনাকে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এতে আপনাকে বার্ষিক ৯.৬০ শতাংশ হারে সুদ দিতে হবে।