বাজেট ৪৫ কোটি, আয় ৬০ হাজার! ফ্রিতেও দেখে না দর্শক, বলিউডের সবথেকে বড় ফ্লপ ছবির নায়ক নায়িকা কারা?

বাংলাহান্ট ডেস্ক : বলিউডে প্রতিবছর হাজার হাজার সিনেমা (Cinema) তৈরি হয়। আগে সব ছবি সিনেমা হলে মুক্তি পেলেও এখন ওটিটির বাড়বাড়ন্ত হওয়ায় অনেক ছবি মুক্তি পায় ডিজিটাল মাধ্যমেও। এর মধ্যে কিছু ছবি সোজা ২০০-৩০০ কোটি পার করে যায়, তো অন্যদিকে কিছু কিছু ছবির (Cinema) আবার ২০-৩০ লক্ষ তুলতেই হয়ে যায় গলদঘর্ম অবস্থা। গত বছরই একটি সিনেমা মুক্তি পায় বলিউডে যা এখনো পর্যন্ত সবথেকে বড় ফ্লপ বলেই বিবেচিত হচ্ছে।

বলিউডের সবথেকে বড় ফ্লপ ছবি (Cinema) কোনটা?

সিনেমা (Cinema) হিট বা ফ্লপ হবেই, এ অমোঘ সত্য। দর্শকদের পছন্দ অপছন্দের উপরে কারোরই হাত থাকে না। কিন্তু কখনো শুনেছেন কি, কোনো ছবির প্রযোজকের ৯৯.৯৯ শতাংশই ক্ষতি হয়েছে। এতদিন বলিউডে এমন নিদর্শন না থাকলেও এবার ফ্লপ ছবির তালিকায় এমন একটি ছবি (Cinema) যুক্ত হয়েছে যা ব্যর্থতার নিরিখে ছাপিয়ে গিয়েছে অন্য সব সিনেমাকে। ছবিটির নাম ‘দ্য লেডি কিলার’। মুখ্য চরিত্রে রয়েছেন অর্জুন কাপুর এবং ভূমি পেডনেকর। ছবিটি মুক্তি পেয়েছিল ২০২৩ এর ৩ রা নভেম্বর।

আরো পড়ুন : বিয়ের ৮ বছর পর আসছে প্রথম সন্তান! এই টেলি অভিনেত্রী উৎসবের আবহেই দিলেন সুখবর

আয় হয়েছিল মাত্র এত টাকা!

জানলে অবাক হবেন, দ্য লেডি কিলার সিনেমাটি (Cinema) তৈরিতে খরচ হয়েছিল মোট ৪৫ কোটি টাকা। তবে কয়েকটি দৃশ্য আবার নতুন করে শুট করার জন্য ছবির বাজেট বেড়ে গিয়েছিল। টি সিরিজের ব্যানারে ছবিটি পরিচালনা করেন অজয় বহেল। এই বিপুল অঙ্কের টাকায় বানানো সিনেমাটি (Cinema) বক্স অফিসে আয় করেছিল মোটে ৬০ হাজার টাকা! ফাঁকা হলে চলেছে সিনেমা, দর্শকরা দেখতেও যাননি। এ যেন অঘোষিত বয়কট! কিন্তু সিনেমাটি ফ্লপ হওয়ার কারণ কী ছিল?

আরো পড়ুন : ছিঃ! রবীন্দ্রনাথকে নিয়ে অশালীন মশকরা কপিলের শোতে, ‘ডেডলাইন’ দিয়ে আইনি পথে হাঁটার হুঁশিয়ারি ক্ষুব্ধ শ্রীজাতর

কেন ব্যর্থ হয় সিনেমাটি?

যেমনটা জানা যায়, দ্য লেডি কিলার সিনেমাটি (Cinema) নাকি সম্পূর্ণ না করেই রিলিজ করে দেওয়া হয়েছিল। কিন্তু কেন? আসলে গত বছরের ডিসেম্বরেই সিনেমাটির ডিজিটাল রিলিজের বিষয়ে নেটফ্লিক্সের সঙ্গে একটি চুক্তি সাক্ষর করেছিলেন নির্মাতারা। তবে তার আগে একটি হলেও মুক্তি না পেলে বাতিল হয়ে যেত চুক্তি। তাই তড়িঘড়ি নভেম্বরের শুরুতেই কয়েকটি হলে রিলিজ করা হয় দ্য লেডি কিলার। নির্মাতাদের এতই তাড়াহুড়ো ছিল যে শুধু মাত্র ট্রেলার রিলিজ করেই মুক্তি দিয়ে দেওয়া হয় ছবি (Cinema)। এদিকে অসম্পূর্ণ অবস্থায় রিলিজ হওয়ায় অর্জুন ভূমি কেউই প্রচার করতে চাননি ছবির।

Cinema

কার্যত বিনা প্রচারে, বিনা খবরে মুক্তি পায় দ্য লেডি কিলার। ফলাফল যা হওয়ার তাই হয়। ডাহা ফ্লপ করে সিনেমাটি। এমনকি গোদের উপরে বিষফোঁড়ার মতো, যে চুক্তির জন্য নির্মাতারা তড়িঘড়ি ছবিটি মুক্তি দেন সেই চুক্তিই বাতিল হয়ে যায়। সিনেমার প্রতি দর্শকদের প্রতিক্রিয়া দেখে পিছু হটে নেটফ্লিক্স। বর্তমানে ইউটিউবে সম্পূর্ণ বিনামূল্যে উপলব্ধ রয়েছে সিনেমাটি। কিন্তু তাও দর্শক নেই। এখনো পর্যন্ত মোটে ২৪ লক্ষই ভিউ পেয়েছে লেডি কিলার।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর