বিয়ের দিনে সিরিয়ার হাজার শিশুর অস্ত্রোপচারের দায়িত্ব নিয়ে নজির গড়লেন অ্যামিনে ও ওজিল

 

বাংলা হান্ট ডেস্ক : নিজেদের বিয়ের দিনে এক অভিনব ঘোষণা করলেন অ্যামিনে ও ওজিল। সিরিয়ার হাজার শিশুর অস্ত্রোপচারের দায়িত্ব নিলেন তারা।শিশুরা যেন এই ঘোষণায় আবার নতুন করে বাঁচার আশা খুঁজে পেল।

 

কোনো শিশু আগুণে পোড়ার ঘা, কেউ আবার পা, হাত, ঠোঁটের কোনও সমস্যায় কষ্ট পাচ্ছে। এইসব শিশুরা এক বা দুবার অস্ত্রোপচার করলে সেরে উঠতে পারে রয়েছে সে সম্ভাবনা। কিন্তু অস্ত্রোপচারের খরচ বহন করার মতো কেউ নেই। কারণ সেই বাচ্চারা অনাথ। এমনই এক হাজার বাচ্চার অস্ত্রোপচারের দায়িত্ব নিলেন অ্যামিনে ও ওজিল। আমন্ত্রিতদের কাছে কোনো উপহার নেননি তারা।

afe6e img 20190609 wa0002

বিয়ে সেরেছেন তুরস্কে।প্রধান অতিথি হিসেবে তাদের বিয়েতে উপস্থিত ছিলেন তুরস্কের রাষ্ট্রপতি এবং তাঁর স্ত্রী।এই দিনেই অ্যামিনে ও ওজিল বাড়িয়ে দেন তাদের মানবিকতার হাত।এই বিয়ের দিনটিকে আরও স্মরণীয় করে তোলা হল আগামী দিনের জন্য। যা প্রশংসনীয় এবং বহু মানুষের কাছে অনুপ্রেরণার।

 

সম্পর্কিত খবর