প্রতিমাসে ৫০ হাজার টাকা উপার্জন করতে ইচ্ছুক? নতুন পথের দিশা নিয়ে হাজির TreasureNFT Business School

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান যুগে যেভাবে জিনিসপত্রের দাম বেড়ে চলেছে, তার সঙ্গে পাল্লা দিতে গেলে মাসিক মোটা অংকের টাকা উপার্জন করা কার্যত বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। এমতবস্থায় আপনি নিশ্চয়ই চিন্তা করছেন যে কিভাবে এই টাকা অর্জন করা যায়? যদি এখন আপনাকে বলি যে খুব সহজ পদ্ধতির মাধ্যমে হয়ে যেতে পারেন লাখপতি! বিশ্বাস করবেন? হ্যাঁ, বিষয়টি সম্পূর্ণভাবে সত্যি। TreasureNFT নিয়ে এসেছে সেই সুযোগ। যার মাধ্যমে NFT কেনাবেচা, কমিউনিটি তৈরিসহ আরো একাধিক উপায়ে খুব সহজেই আয় করতে পারেন মাসে ৫০ হাজার টাকা।

TreasureNFT-র মাধ্যমে এইভাবে হয়ে যান বিপুল লাভবান:

সময়ের সাথে পাল্লা দিয়ে এখন প্রতিটি ক্ষেত্রেই উপলব্ধ হচ্ছে বিভিন্ন সুযোগ। যেগুলিকে সঠিকভাবে কাজে লাগানোর মাধ্যমে খুব সহজেই হওয়া যায় লাভবান। এমতাবস্থায়, অর্থ উপার্জনের ক্ষেত্রেও বর্তমান সময়ে বিভিন্ন পথ খুলে গিয়েছে। ঠিক সেইরকমই এক লাভজনক মাধ্যম হল TreasureNFT। ইতিমধ্যেই, TreasureNFT বিপুলসংখ্যক মানুষকে প্রত্যক্ষভাবে লাভবান করেছে।

This is how you can profit through TreasureNFT Business School.

এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে, TreasureNFT-র বিষয়ে বিস্তারিত জানতে গেলে কিভাবে তা সম্ভব হবে! আজ সেই বিষয় নিয়েই আলোচনা করব। বর্তমানে TreasureNFT-র পক্ষ থেকে বাংলা সহ গোটা দেশ জুড়ে একের পর এক NFT Business School খোলা হয়েছে। এখানে কোনরকম টাকা দিতে হবে না, শুধু তাই নয়, যেকোনো রকমের অসুবিধে কিংবা প্রশ্নের উত্তর নিয়ে লিডাররা সর্বদা উপস্থিত থাকেন। TreasureNFT কি, কিভাবে উপার্জন করা যাবে কিংবা কমিউনিটি তৈরির মূলমন্ত্র কি? এসকল প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছে NFT Business School।

This is how you can profit through TreasureNFT Business School.

কোথায় কোথায় রয়েছে এইসকল প্রতিষ্ঠানগুলি?
১. বাংলার বাইরে প্রথম NFT Community Studio তৈরি হয়েছে কেরালায়। ভারতের দক্ষিণ প্রান্তে বহু মানুষকে শিক্ষিত এবং সচেতন করে তুলেছে এই প্রতিষ্ঠান।
২. দ্বিতীয় school-টি গড়ে উঠেছে পশ্চিম মেদিনীপুরের সবং এলাকার Temathani, লুটুনিয়াতে। (Temathani, Lutunia, Sabang, West Midnapore, West Bengal 721166)। বর্তমানে এই প্রতিষ্ঠানটি মানুষকে NFT তে উৎসাহিত করে তুলেছে, একইসঙ্গে শিক্ষা এবং যোগাযোগ স্থাপনের মাধ্যম হিসেবে এক অনন্য নজির গড়েছে NFT business school;
৩. Treasure NFT Business Training school রয়েছে খোদ কলকাতার দমদম এলাকায়।
Address: 89 Roy Mollick colony, Dumdum, Kolkata 700030, near Dumdum Jn.; এই প্রতিষ্ঠানটিও বর্তমানে যথেষ্ট নাম করেছে এবং NFT এর বিষয়ে জ্ঞান অর্জন করতে এখানে আসেন একাধিক মানুষ।

This is how you can profit through TreasureNFT Business School.

৪. পরবর্তী school-টির বিশেষত্ব হল, এই স্কুলটি এসেছে TreasureNFT লিডার অভিজিৎ স্যারের কমিউনিটি টিম থেকে। এর থেকেই প্রমাণ হয় যে, সঠিক উপায়ে কমিউনিটি তৈরি করলে কোনো বাধাই বড় হয়ে উঠবেনা। এটির লোকেশন হল পায়রাডাঙা, নদিয়া।
৫. শুধু তাই নয়, সম্প্রতি কলকাতায় TreasureNFT community Studio তৈরি করেছেন Mr. Sumanstar। Mr. Sumanstar হলেন প্রথম ব্যক্তি(NFT ambassador) যিনি নিপুণ দক্ষতায় লেভেল ৪-এ পৌঁছে গিয়েছেন। মাসে লক্ষাধিক অর্থ উপার্জনের পাশাপাশি বর্তমানে তিনি গোটা দেশজুড়ে NFT টেকনোলজির বিস্তার এবং স্থানীয় আর্টিস্ট ও ক্রিয়েটারদের মধ্যে ডিজিটাল আর্টের প্ল্যাটফর্ম তুলে ধরেছেন। এই প্রতিষ্ঠানটির মাধ্যমে একাধিক NFT enthuthiast এবং লিডারের আবির্ভাব হয়ে চলেছে।

This is how you can profit through TreasureNFT Business School.

সত্যি বলতে TreasureNFT হল এমন একটি প্ল্যাটফর্ম যার মাধ্যমে একাধিক উপায়ে পয়সা উপার্জন সহজ হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় একাধিক মানুষের মনে প্রশ্ন থাকে যে কিভাবে অর্থ উপার্জন হবে কিংবা অতিরিক্ত জ্ঞান অর্জনের জন্য পথ কি? বর্তমানে সেই সকল প্রশ্নের উত্তর নিয়েই হাজির হয়েছে NFT Business School।

আরও পড়ুন: গম্ভীর আসার সাথে সাথেই দল থেকে বাদ পড়লেন ভারতের এই তারকা প্লেয়ার, কেরিয়ার হবে শেষ? শুরু জল্পনা

NFT Community Consultant:
RUDRA MONDAL +91 6296 614 562

আরও পড়ুন: বিশ্বজুড়ে শুরু “হাহাকার”, হঠাৎ বন্ধ Microsoft-এর পরিষেবা, থমকে গেল রেল-বিমান ও ব্যাঙ্কিং পরিষেবা

TreaSureNFT Indian Community Telegram Channel Link:
https://t.me/IndiaTreasureNFT

বিশেষ দ্রষ্টব্য: এটি একটি প্রমোশনাল কনটেন্ট। বিনিয়োগ করার আগে যাচাই করে নিন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর