বাংলা হান্ট ডেস্ক : মিনি ল্যাপটপ বা মিনি টিভি সঙ্গে আমরা ভীষণ পরিচিত কিন্তু টাকা তোলার মেশিন অর্থাত্ এটিএম মিনি হতে পারে এই ধারণা হয়তো আমাদের মাথাতেও আসে না, তাও আবার সেই মিনি এটিএম যদি বাইকে হয়, সেটি আমার বিশ্বাসের কিছুটা হলেও অযোগ্য৷ তবে এমন একটি বাইক কিন্তু সামাজিক মাধ্যমে ঘোরা ফেরা করছে, যার নাম টারজান৷ সোশ্যাল মিডিয়ায় এক অদ্ভুত ফিচারের গাড়ি কার্যত সকলকে অবাক করে দিচ্ছে৷
সামাজিক মাধ্যমে সেই বাইরের একটি ভিডিও শেয়ার হয়েছে যেখানে দেখা গিয়েছে গাড়িটি তাঁর মালিকের ভয়েস কমান্ডে কাজ করছে৷ এবং সেই মোটরসাইকেলের একটি ভয়েজ কমেন্ট এটিএম রয়েছে, একই সঙ্গে সেখানে গানও বাজানো যায়৷ ভয়েস কমেন্ট থেকেই টারজান নামের সেই বাইকটি চলতে শুরু করে এবং থেমেও যায়৷ বাইকটির মালিকের নাম মুহাম্মদ সাইদ, সেই ভিডিওতে দেখা গিয়েছে একটি লোক গাড়ির সামনের দিকে আসছে ঠিক তার পরেই গাড়ির লাইট টি হালকা জ্বলজ্বল করছে এর পর লোকটি যখন মিনি এটিএমএ কমেন্ট করছে ঠিক তখনই সেখান থেকে একটি পাঁচ টাকার কয়েন বের হচ্ছে৷
সত্যি বিষয়টি খানিকটা আমাদের কাছে অবিশ্বাস্যই কারণ এটিএম এটিএম কার্ড পাঞ্চ করে আমরা টাকা তুলতে সক্ষম হয় সেখানেই কথা বললে কী ভাবে টাকা বের হচ্ছে? এই প্রশ্ন ঘোরাফেরা করতেই থাকে৷ ওই বাইকটির মালিক সাঈদ জানিয়েছেন, এই প্রথম এই ধরনের এটিএম ভয়েস কমান্ডে কাজ করছে, এর পর তিনি কী ভাবে ভয়েস কমান্ডের উপর গাড়িটি পার্ক করা যায় গাড়িটি চালানো যায় এসব দেখিয়েছেন৷সত্যিই এই অভিনব বাইক কিছুটা হলেও আমাদের অবাক করেছে৷